E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করে সফল তিন তরুণ

২০২১ এপ্রিল ২৩ ১৯:১৫:৪৬
গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করে সফল তিন তরুণ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে নতুন জাতের গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করে সফল তিন তরুণ। প্রথবারের মতো  এ হলুদ রংয়ের তরমুজ চাষ করে উপজেলায় চমক লাগিয়েছে। 

শুক্রবার দুপুরে সরেজমিনে জানা যায়, রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের ও চাকিপশার ইউপির রতিরাম কমলও ঝাঁ গ্রামের নুর আলম, মনিরুজ্জামান, মাহাবুবুল হাসান তিন বন্ধু মিলে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সর উত্তর পাশে হরিশ্বর তালুক মৌজায় মাত্র ৪০ শতক জমিতে মাচানে নতুন জাতের গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করে। প্রতিটি মাচান নেট দ্বারা আবৃত। পোকা-মাকড়ের হাত থেকে রক্ষায় মাচার মাঝখান দিয়ে ফেরোমেন ও ইয়েলো ট্যাপ লাগানো।

মাচানের ভিতরে ঢুকতে দেখা যায়, শতশত তরমুজ। তরমুজে মাচানগুলা ভরপুর। প্রতিটি গাছে চার থেকে পাচঁটি করে ঝুলে আছে। একেকটি তরমুজ দুই থেকে আড়াই কেজি ওজনের। খেতে সুস্বাদ এ তরমুজের বাইরের অংশ হলুদ হলেও ভেতরে টকটকে লাল। তাদের ওই তরমুজ ক্ষেতের মাচান ভর্তি তরমুজ দেখতে ভিড় করছে নানা বয়সের মানুষজন।

তরমুজ চাষী তরুণ উদ্দ্যক্তা নুর আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, করোনার এ পরিস্থিতিতে প্রায় এক বছর ধরে কলেজ বন্ধ তাই বসে না থেকে লেখাপড়ার পাশাপাশি আমরা তিন বন্ধু মিলে তরমুজ চাষের প্রতি আগ্রহী হই। সম্পূর্ণ নিজস্ব র্অথায়নে ৪০শতক জমিতে নতুন জাতের এ তরমুজ লাগিয়েছি। আমদের খরচ হবে প্রায় ৭০-৮০ হাজার টাকা। প্রতি কেজি তরমুজ বাজারে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রিয় হচ্ছে। আর ২০ হতে ২৫ দিনের মধ্যে এ তরমুজ বাজারজাত করা হবে। প্রায় দেড় থেকে দুই লাখ টাকার তরমুজ বিক্রি আশাবাদী আমরা।

রাজারহাট উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার শুক্রবার বলেন, ওই তিন তরুণ ইন্টারনেটের মাধ্যমে নতুন জাতের তরমুজের সন্ধ্যান পান এবং অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে। পরে শুরু থেকে ওই তিন তরুণ উদ্যাক্তাকে প্রযুক্তিগত সবধরনের পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি। ওই তরুণরা সাফল্য দেখে অন্য চাষীরাও আগ্রহী দেখাচ্ছেন। এতে শিক্ষিত তরুণরা চাষাবাদে এগিয়ে এলে কৃষি সেক্টর আরো সমৃদ্ধ হবে। আগামী বছর এ উপজেলায় তরমুজ চাষ আরো বাড়বে।

(পিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test