E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন দিনের টানা বৃষ্টিতে মধুখালীর ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

২০২১ ডিসেম্বর ০৭ ১৬:১০:৩৫
তিন দিনের টানা বৃষ্টিতে মধুখালীর ৪ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : সারাদেশে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হটাৎ বৃষ্টি ও ঝড়ে ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন মাঠে তিনদিনের টানা বৃষ্টিতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে ও পানির নিচে নিমজ্জিত বা তলিয়ে আছে প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল। পানিতে নিমজ্জিত মসুর, গম, রবি সরিষা, রসুন, পেঁয়াজ বীজ, পেঁয়াজ কদম, খেসারী, মটর, বরো বীজতলা, ভ’ট্রা, ও শাকসবজির ক্ষেত। এ ছাড়া রোপা আমন জমিতে কাটা পাঁকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার চাষি। ফসল রক্ষায় অতিরিক্ত অর্থ খরচ করেও এই বৃষ্টিতে মিলছে না শ্রমিক। ফলে ক্ষেতেই পচে যাচ্ছে পাকা ধান।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলভি রহমান কৃষকের এ অবস্থা নিশ্চিত করে বলেন, হঠাৎ করে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মধুখালী উপজেলায় প্রায় ৪হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল জমা পানি ও জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। এর মধ্যে মুশুর ১২০০ হেক্টর, গম ৬০০ হেক্টর, খেসারী ৫০০ হেক্টর, রশুন বীনা চাষে ২৫০ হেক্টর, সরিষা ৫০০ হেক্টর, পেঁয়াজ বীজতলা ১০০ হেক্টর, পেঁয়াজ কদম ৫০ হেক্টর, মটর ৫ হেক্টর, বোরো বীজতলা ২০ হেক্টর, ভূট্রা ১০ হেক্টর, ধনীয়া ৫ হেক্টর এবং শাকসবজি সবমিলিয়ে ২০০ হেক্টর সব মিলিয়ে ৩হাজার ৪৮৫ হেক্টর জমিতে জমা পানি ও জলবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। এ ছাড়া কৃষকের গাফিলতি ও অসাবধনাতায় রোপা আমনের পাঁকা ধান তলিয়ে এর ব্যাপক ক্ষতি হয়েছে।

(এম/এসপি/ডিসেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test