E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বাম্পার ফলনে টমেটো চাষীদের মুখে হাসি

২০২২ জানুয়ারি ০৪ ১৭:২৩:৪২
নাগরপুরে বাম্পার ফলনে টমেটো চাষীদের মুখে হাসি

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে শীতকালীন জনপ্রিয় সবজি টমেটোর ব্যাপক ফলন হয়েছে। এতে সর্বত্রই কৃষকের মুখে হাসি ফুঠেছে। নাগরপুরের চাষকৃত টমেটো প্রতিদিন ছড়িয়ে যাচ্ছে টাঙ্গাইল-মানিকগঞ্জ- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

নাগরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার প্রায় ৯০০ বিঘা জমিতে টমেটো চাষ হয়েছে। নিজের জমির পাশাপাশি অনেক কৃষকই অন্যের জমি ইজারা নিয়ে সবজিটির চাষ করছে। সবকিছু অনুকূলে থাকায় বিভিন্ন জাতের টমেটোর ফলনও হয়েছে বেশ ভালো। সঠিক জাত নির্বাচন, গ্রাফটেড চারা ব্যবহার ও উপযুক্ত চাষ পদ্ধতি অনুসরণ করায় এই টমেটো চাষে নাগরপুরের কৃষকেরা ব্যাপক সফলতা পাচ্ছে। এছাড়াও কৃষকেরা যেকোনো সমস্যার সমাধান সহজে পাওয়ায় টমেটো চাষে উৎসাহিত হচ্ছে।

উপজেলার মোকনা ইউনিয়নের লাড়ুগ্রাম এলাকার কৃষক মো: আলী বলেন, এবার টমেটোর ফলন ভালো হয়েছে। এই এলাকায় উৎপাদিত টমেটো বিক্রির জন্য আমাদের ভাবতে হয় না। আরেক কৃষক করিম জানায়, এবার ফলন ইনশাআল্লাহ ভালো হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে সব সময় পরামর্শ ও সহযোগিতা পাই।

টমেটো চাষের সামগ্রিক অবস্থা নিয়ে নাগরপুর উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল মতিন বিশ্বাস বলেন, আমরা ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজির প্রজেক্টের আওতায় টমেটো চাষীদের প্রশিক্ষণ ও সকল উপকরণ দিয়েছি। ক্ষতিকর কীটনাশক যেনো ব্যবহার না করে সেই জন্য ফেরোমন ট্র্যাপ আমরা ব্যবস্থা করে দিয়েছি। এবার ফলন ব্যাপক ভালো হয়েছে। বাজারজাতকরণ ঠিকমতো হচ্ছে এবং একই সঙ্গে কাক্সিক্ষত দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা।

উল্লেখ্য, গতবারের তুলনায় এবার নাগরপুর উপজেলার কেদারপুর, মোকনা,গয়হাটা সহ বিভিন্ন ইউনিয়নে এবার টমেটো চাষ বেড়েছে। টমেটোর ব্যাপক চাহিদা থাকায় ও ন্যায্যমূল্য পাওয়ায় এই সবজি চাষে ব্যাপক আগ্রহী হচ্ছে উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। সারা বছর টমেটোর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও জনপ্রিয় এই সবজিটি আবহাওয়াগত কারণে সাধারণত শুধু শীতকালে চাষ হয়ে থাকে।

(এসএএম/এএস/জানুয়ারি ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test