E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে দুর্বৃত্ত কেটেছে বাঁধ

বাঙ্গি ক্ষেত তলিয়ে কৃষকের ৫০ লাখ টাকার ক্ষতি

২০২২ এপ্রিল ২৩ ১৩:৩৫:০৮
বাঙ্গি ক্ষেত তলিয়ে কৃষকের ৫০ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে রাতের আধারে দুর্বৃত্তরা বাঁধ কেটে দিয়েছে। পানি ঢুকে কোটালীপাড়া উপজেলার নলুয়া দক্ষিণপাড়া গ্রামের প্রায় ২৫ একর জমির বাঙ্গির ক্ষেত তলিয়ে গেছে । এতে শতাধিক কৃষকের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে । বাঙ্গি ক্ষেত রক্ষায়   দিশেহারা হয়ে পড়েছেন ঋণগ্রস্ত কৃষক। খবর পেয়ে ক্ষেত পরিদর্শণ করেছেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পদস্থ কর্মকর্তারা।

কোটালীপাড়া উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঙ্গির সুনাম রয়েছে দেশজুড়ে। এ বছ্র কোটালীপাড়া উপজেলার নলুয়া, বরুয়া, হিজলবাড়ি, মাছপাড়া, চকপুকুরিয়াসহ বিভিন্ন গ্রামের ২৫০ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। ফলন হয়েছে অন্তত ১ লাখ টন বাঙ্গি । ক্ষেত থেকে বাঙ্গি তোলা শুরু হয়েছে। বাজারে বাঙ্গির ভাল দাম পাচ্ছিলেন কৃষক।

নলুয়া গ্রামের কৃষক ননী গোপাল বলেন, ক্ষেতের বাঙ্গি পাকতে শুরু করেছে।কিছু কিছু বাঙ্গি তুলে বাজারে বিক্রি শুরু করি। রোজার মধ্যে বাঙ্গির ভাল দাম পাচ্ছি। বৃহস্পতিবার রাতে নলুয়া গ্রামের কে বা কারা রাতের আধারে রাস্তার বাঁধ কেটে দেয়। এতে আমাদের গ্রামের ২৫ একর বাঙ্গি ক্ষেতে পানি ঢুকে পড়ে। তলিয়ে যায় ক্ষেত। এরমধ্যে আমার ২ বিঘা জমি রয়েছে। ধার দেনা করে বাঙ্গি চাষ করেছিলাম। আশা ছিলো ২ লাখ টাকার বাঙ্গি বিক্রি করব। বাঙ্গি চাষের আয় থেকে চলতো সংসার খরচ। জমির ফসল নষ্ট হওয়ায় সংসার চালনা ও ঋণ পরিশোধ করা আমার মাথার বোঝা হয়ে দাড়িয়েছে। দ্রুতই ক্ষেত থেকে পানি নিষ্কাসনসহ ক্ষতি পূরণের দাবি জানান ওই কৃষক।

নলুয়া দক্ষিণপাড়া গ্রামের কুসুম বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় তিনি এ বছর ধার দেনা করে দেড় হেক্টর জমিতে বাঙ্গি চাষ করেছেন। কিন্তু জমিতে পানি ঢুকে পড়ায় তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। বাঙ্গি চাষ করে যে লাভ হয় তা থেকে দেনা দেওয়ার পর ছেলেমেয়ের পড়াশুনা করান তিনি। এবছর কি ভাবে সংসার চালাবেন, ছেলে-মেয়ের পড়াশুনা করাবেন বা দেনা দেবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

একই গ্রামের ক্ষতিগ্রস্ত সুমন বর, বিষু বাইন, হারান বাইন, সহদেব রায়, কিশোর বিশ্বাস সহ অনেকে জানিয়েছেন, রাতে কে বা কারা রাস্তা কেটে দেওয়ায় মুহুর্তেই তাদের ক্ষেতে পানি ঢুকে পড়ে। সকালে এসে তারা দেখেন তাদের বাঙ্গি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ফসলের ওপর তারা নির্ভরশীল। তাই তারা এ ক্ষতি কাঁটাতে সরকারের সহযোগিতা চেয়েছেন ।

কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা রাস্তা কেঁটে মাছ ধরেছে। এতে নলুয়া দক্ষিণপাড়া গ্রামে বাঙ্গি ক্ষেতে পানি ঢুকে পড়ে। এ গ্রামের অধিকাংশ কৃষক ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে বাঙ্গি-তরমুজের চাষ করেন। এতে শতাধিক কৃষকের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ বøকের উপ সহকারী কৃষি অফিসার রমেন্দ্রনাথ হালদার জানিয়েছেন, খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেত পরিদর্শন করেছি। তাদের তালিকাও তৈরী করছি। ক্ষতিগ্রস্ত কৃষক যাতে সহযোগিতা পান আমার তার ব্যবস্থা করব।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাঙ্গি ক্ষেত পরিদর্শন করে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে ।

(টিকেবি/এএস/এপ্রিল ২৩, ২০২২)


পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test