E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগাম আলু চাষে ব্যস্ত রাজারহাটের কৃষক

২০২২ নভেম্বর ১১ ১৫:৫৪:৩৮
আগাম আলু চাষে ব্যস্ত রাজারহাটের কৃষক

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : আগাম আলু চাষে ব্যস্ত কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষকরা। অসময়ে সবজির চাহিদা পূরণ এবং ন্যায্য মূল্যের আশায় তারা আগাম আলুচাষে ব্যস্ত হয়ে পড়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের কৃষক আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডল (৬৬) তার ৪ একর জমিতে এস্ট্রারিজ জাতের আলু লাগিয়েছেন। তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাজারে সবজির চাহিদা মেটানোর জন্য এই পরিকল্পনা গ্রহন করেন। এ ব্যাপারে কৃষক আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডল বলেন, গত বছর এই জমিতে আলু চাষ করে হিমাগারে সংরক্ষন করেছি। বর্তমান বাজারে আলুর দাম কম হওয়ায় উৎপাদন খরচ, বস্তা ও হিমাগারের খরচ হিসেব করে অনেক টাকা লোকসান হচ্ছে। তাই তিনি এ বছর হিমাগারে সংরক্ষন না করে ৭০/৭৫ দিনে আলু তুলে বাজারজাত করার পরিকল্পনা করেছেন। সেই সাথে যথা সময়ে বোরো চাষ করবেন।

উপজেলা কৃষি অফিসার সম্পা আখতার বলেন, ফজলুল হক মন্ডল আমাদের তালিকাভূক্ত একজন আদর্শ কৃষক। ওনার পরিকল্পনা বাস্তবায়ন সফল হলে সামনে অনেক কৃষক আগাম আলু চাষ করবেন। এ বছর উপজেলায় আলু চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয় ২৫০০ হেক্টর।

(পিএস/এসপি/নভেম্বর ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test