E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় ব্লাক রাইস ধান  চাষে আগ্রহ বাড়ছে

২০২২ নভেম্বর ২১ ১৫:৫৭:১৬
গলাচিপায় ব্লাক রাইস ধান  চাষে আগ্রহ বাড়ছে

সঞ্জিব দাস, গলাচিপা : ফিলিপাইন জাতের ব্লাক রাইস ধান চাষ করে সফল হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রতনদী গ্রামের রাসেল হাওলাদার। গলাচিপা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব রতনদী গ্রামের উদ্যোক্তা রাসেল হাওলাদার ব্লাক রাইস ধান চাষ করে এলাকায় সাড়া জাগিয়েছেন।

রাসেল হাওলাদার জানান, ‘এই প্রথম আমি ব্যক্তিগত উদ্যোগে ব্লাক রাইস ধান চাষ করেছি। ফলন ভাল হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এ ধান চাষ করার পরিকল্পনা আছে।

উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার বলেন, এলাকায় ব্লাক রাইস ধান চাষে কৃষকের মাঝে আগ্রহ বেড়েছে। অল্প সময়ের মধ্যে ফলন পাওয়া যায় ও পুষ্টিগুণ বেশি থাকায় এলাকায় এর চাহিদাও দিন দিন বাড়ছে। ব্লাক রাইস ধান চাষে আগ্রহী চাষীদেরকে আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে।

(এসডি/এসপি/নভেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test