E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালি পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত সালথার কৃষক

২০২২ ডিসেম্বর ২১ ১৭:২৩:৩৮
হালি পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত সালথার কৃষক

আবু নাসের হুসাইন, সালথা : পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের সালথায় শুরু হয়েছে ফসলি জমিতে হালি পেঁয়াজের চারা রোপনের আবাদ। এখানকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল পেঁয়াজ। সকল ফসলের মধ্যে পেঁয়াজ চাষ করে অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন তারা। যেকারণে প্রতিদিন খুব সকালে পেঁয়াজের চারা রোপনের জন্য মাঠেনেমে পড়েন চাষীরা। সন্ধ্যা পর্যন্ত তারা মাঠেই কাজ করেন। আবার অনেকেই রাতে হালি পেঁয়াজের চারা উত্তোলন করে থাকে। বর্তমানে জমিতেই দল বেধে পেয়াঁজ উৎপাদনের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। 

সংশ্লিষ্ট কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে সালথা ১০ হাজার ৩০০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি হালি পেঁয়াজ চাষ হয়ে থাকে এই উপজেলায়। তবে গতবারের উৎপাদিত পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় অনেক কৃষক এবার অন্য ফসল আবাদ করছেন বলে জানা গেছে। তাই পেঁয়াজের আবাদ এবার কিছুটা কম হচ্ছে।

সরেজমিনে কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, ঠান্ড ও কুয়াশা উপেক্ষা করে খুব সকালে একেকটা জমিতে দুজন করে শ্রমিক ছোট হাত নাঙ্গল দিয়ে জমির গুড়া মাটির ফাঁক করে দিচ্ছেন আর ২০-৩০ জনের একদল শ্রমিক সারিবদ্ধভাবে বসে সেখানে পেঁয়াজের চারা রোপন করছেন। অন্যদিকে আরো একদল শ্রমিক পেঁয়াজের চারা (হালি) উত্তোলন করে এনে জমিতে কর্মরত শ্রমিকের হাতে ধরিয়ে দিচ্ছেন। এরপর জমিতে চারা রোপনের কাজ শেষ হবার সঙ্গে সঙ্গেই সার-ওষুধ ছিটিয়ে দেওয়ার পর শ্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছে। এভাবেই চলছে পুরো এলাকায় পেঁয়াজ আবাদের কাজ।

সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া এলাকার পেঁয়াজ চাষী হাফিজুর রহমান ও তাজুল ইসলাম বলেন, এবার পেঁয়াজের হালি (চারা) ভালো হয়েছে, হালি হালি লাগানো শুরু করেছি। আল্লাহু দয়া করলে পেঁয়াজের ফলনও ভালো হবে। তবে দাম না পেলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে এবার ১০ হাজার ৩৯৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা পরিমানে মোট আবাদি জমির ৮০ শতাংশ। তবে এবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য ফসলেরও আবাদ করছেন চাষীরা। আমাদের পক্ষ থেকে এসব ফসল উৎপাদনে কৃষকদের নানা ধরণের পরামর্শ দেয়া হচ্ছে।

(এন/এসপি/ডিসেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test