E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ‘জিওপোটাটো’ সেবায় ব্যাপক সাড়া

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৮:৪৩:৪০
দিনাজপুরে ‘জিওপোটাটো’ সেবায় ব্যাপক সাড়া

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে আলু ক্ষেতে লেইট ব্লাইট সংক্রমণের ৩ দিন আগে চাষীদের আগাম সতর্ক বার্তা সরবরাহ মাধ্যমে “জিওপোটাটো” সেবায় ব্যাপক সাড়া ফেলেছে। এসএমএস এবং ভয়েসমেলের মাধ্যমে প্রতিরোধমূলক ছত্রাকনাশক স্প্রে করার জন্য এ “জিওপোটাটো”একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক জিওডেটা- চালিত সিদ্ধান্ত সহায়তা ও পরিসেবা করছে। 

বায়ার ক্রপসায়েন্স এশিয়া প্যাসিফিক নামে একটি আন্তর্জাতিক কৃষি ভিক্তিক প্রতিষ্ঠান ”জিওপোটাটো”কাজ করছে। এনিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মাঠ দিবস আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার দুপুরে সরজমিনেদেখা গেছে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নীচপাড়া এলাকায় চাষীরা আলু ক্ষেতে লেইট ব্লাইট সংক্রমণের আগাম সতর্ক বার্তা ক্ষেতে স্পেরে ছিটাচ্ছে। কৃষক তোফাজ্জল হোসেন জানালেন, ‘তিনি আড়াই বিঘা জমিতে এবার আলু লাগিয়েছে। গত বছর লাগিয়েছিলেন ৪ বিঘা জমিতে। কিন্তু আলু ক্ষেতে রোগ-বালাইয়ের আক্রমনে কারণে এবার এবার লাগিয়েছেন কম জমিতে। তবে, “জিওপোটাটো” যেভাবে আলু ক্ষেতে লেইট ব্লাইট সংক্রমণের ৩ দিন আগে আমাদের আগাম সতর্ক বার্তা সরবরাহ করছে,তাতে এবার আর কোন সমস্যা নেই আমাদের। এবার ভালো আলু পাবো আশা করছি।’

উত্তরের শষ্যভান্ডার দিনাজপুরে সম্প্রতি এসেছিলেন বায়ার ক্রপসায়েন্স এশিয়া প্যাসিফিক -এর প্রধান, ব্রায়ান নাবের। বীরগঞ্জ উপজেলায় ”জিওপোটাটো” নিয়ে এ সময়ে তিনি মাঠ পরিদর্শন করেন এবং কৃষক, স্থানীয় কৃষি অফিস, সরকারী উর্ধতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য সহযোগিদের সাথে সাক্ষাৎ করেন।

২০১৬ সালে মুন্সিগঞ্জ জেলার ১২০ জন কৃষককে নিয়ে বাংলাদেশে এই জিওপোটাটো সেবা চালু করা হয়। বায়ার গত বছর (২০২২ সালে) জিওপোটাটো মডেলের মাধ্যমে ৫০,০০০ কৃষককে এসএমএস সরবরাহ করে। বৃহত্তর সাফল্যের লক্ষ্য নিয়ে এ বছর বায়ার ১০ টি জেলার ২৭ টি উপজেলায় ২৩,০০০ কৃষককে স¤পৃক্ত করে জিওপোটো সেবা প্রদান করছে।

বায়ার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জানান, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের জীবিকার মানোন্নয়নে টেকসই উপায়ে কৃষি পদ্ধতি এবং উন্নত ফসল উৎপাদনে কৃষকদের প্রকৃত সহায়তা,আরো মানোন্নয়ন এবং ডিজিটাল প্রযুক্তিতে কৃষকদের বিভিন্ন উপায়ে সহায়তা করঝে বায়ার। আলু ক্ষেতে লেইট ব্লাইট সংক্রমণের ৩ দিন আগে চাষীদের আগাম সতর্ক বার্তা সরবরাহ উন্নত প্রযুক্তি ”জিওপোটাটো” বাংলাদেশে উদাহরণ হিসেবে থাকবে।

দিনাজপুর কৃষি সম্প্রুসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক খালেদুর রহমান কাজল জানান,”জিওপোটাটো” একটি নতুন ও ভালো প্রযুক্তি। এর মাধ্যমে আলু চাষীরা আগাম আবহবার্তাসহ আলু ক্ষেতে লেইট ব্লাইট সংক্রমণের সতর্ক বার্তা আগাম পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে।

বেটার লাইফ ফার্মিং, ক্ষুদ্র কৃষকদের জন্য বায়ার গ্লোবাল উদ্যোগের অধীনে একটি এলায়েন্সে বা মৈত্রী ভিত্তিক প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ বায়ার -এর উন্নয়ন কর্মকান্ড এবং কৃষকদের জীবিকা এবং দেশের কৃষি উৎপাদনশীলতার উন্নতির জন্য আরও অনেক সমাধান এবং ডিজিটাল সেবা প্রবর্তন করার লক্ষ্যের শীর্ষ তালিকায় রয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test