E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পারিবারিক ছাদ বাগান করে সফল কমল চক্রবর্তী

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৪:৩৬:১৯
পারিবারিক ছাদ বাগান করে সফল কমল চক্রবর্তী

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : পারিবারিক ছাদ বাগান করে সফলতা অর্জন করেছেন কমল চক্রবর্তী নামের এক ব্যক্তি। মাগুরা মহম্মদপুরে নহাটা বাজার পাড়ায় নিজের চেষ্টায় বাড়ির ছাদে তৈরি করেছেন দৃষ্টিনন্দিত এক পারিবারিক ছাদ বাগান। তিন বছর ধরে সকাল ওবিকালে নিরলস পরিচর্যা করে বাড়ির দ্বিতীয় তলায় ছাদে, ২১শ বর্গফুটের ছাদ বাগানটি গড়ে তুলেছেন। পরিশ্রম মানুষের পরিবর্তন ঘটাতে পারে তারই এক অনন্য দৃষ্টান্ত কমল চক্রবর্তী।তার সাদ বাগান দেখে  এলাকার অনেকেই এখন এ পদ্ধতিতে সাদ বাগান তৈরী করছেন।এবিযয়ে কমল চক্রবর্তী বলেন, নিজের মনের স্বপ্ন ছিল একটি সাদ বাগান করার,তাই করেছি।

কীটনাশক মুক্ত ফল-সবজি তার ছাদ বাগান থেকে উৎপাদন হচ্ছে। উৎপাদনকৃত ফল ও সবজি নিজের পরিবারের চাহিদা মিটিয়ে অবশিষ্ট টুকু প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন। মানবদেহের জন্য খুবই উপকারী বিশ মুক্ত ফল সবজি।

তিনি আরো বলেন, আসুন আমরাপ্রাকৃতিক বান্ধব সবজিও ফল খেয়ে নিজে বাঁচি এবংঅন্যকে বাঁচায়।

জৈব সার এবং প্রাকৃতিক বালাইনাশক ফল ও সবজি গাছে ব্যবহার করেন তিনি। বর্তমানে ছাদ বাগানে ড্রাগন ফল,করমোচা, মাল্টা, আঙ্গুর ফল, পেয়ারা, জামরুল, সফেদা, কুল বরই, চায়না লিচু, চেরি ফল, ব্ল্যাক ডায়মন্ড আম, গোপাল শাহী, কাটিমন ১২মাসী, রুপালি আমসহ-১৫ জাতের ফল রয়েছে। সবজির মধ্যে রয়েছে, পুঁইশাক, মুখিকচু, চায়নাকচু, বরবটি, ছিম, ঢেঁড়স, মুলো, বেগুন বিভিন্ন প্রকার, কাগজি লেবু, সীডলেস লেবু, বোম্বাই মরিচ, সিটি মরিচ, কালো মরিচ, অলংকার মরিচ ইত্যাদি।

ফুল রয়েছে, গোলাপ, নয়নতারা, টাইমফুল, লাল, সাদা, হলুদ গোলাপী, রক্তজবা, সন্ধ্যামালতী কলাবতিফুল, চন্দ্রমল্লিকা, গাঁধা, বকফুল সহ নানা রকম ফুল রয়েছে।

এছাড়া ঔষধি গাছের মধ্যে রয়েছে ঘৃতকুমারী, তুলসী, পাথরকুচি, নিশিন্দা , কালো মেঘ।

(বিএসআর/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test