E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে পেঁয়াজ বীজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি

২০১৪ নভেম্বর ০৩ ১৬:০৭:৫১
সাপাহারে পেঁয়াজ বীজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি

নওগাঁ প্রতিনিধি : এবার পেঁয়াজ চাষ মৌসুমের শুরুতেই এবার উত্তরাঞ্চলের নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলায় পেঁয়াজ বীজের মূল্য প্রায় ১৮৫শতাংশ বৃদ্ধি পাওয়ায় উপজেলার পেঁয়াজ চাষীদের মাথায় হাত।

গেল বছরের তুলনায় এবার পেঁয়াজ বীজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে, পেঁয়াজ চাষাবাদ করে কতখানি লাভবান হবেন কৃষকরা. বিষয়টি এখন সারাক্ষন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এতে এ অঞ্চলে এবার পেঁয়াজ চাষ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানিয়েছেন কৃষকরা।


বিভিন্ন এলাকার বাজার ঘুরে জানা গেছে, গত বছরের একই সময়ে উত্তরাঞ্চলের বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন বীজ ভান্ডারে বাজার জাতকৃত প্রতি কেজি পেঁয়াজের বীজ বিক্রি হয়েছিল ৭শ’ ৫০ টাকা থেকে ৮শ’ টাকা দরে। লাল তীর সীড কোম্পানির পেঁয়াজের বীজ বিক্রি হয়েছিল ২হাজার ৩শ’ টাকা কেজি দরে। এবারে ঠিক একই সময়ে উত্তরাঞ্চলের বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন বীজ ভান্ডারে বাজারজাতকৃত প্রতি কেজি পেঁয়াজ বীজের মূল্য প্রায় ১৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেঁয়াজ বীজ বিক্রি হচ্ছে ২ হাজার ২শ’ টাকা থেকে ২ হাজার ২শ’ ৫০টাকা কেজি দরে।

লাল তীর সীড কোম্পানীর পেঁয়াজের বীজ ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৫শ’টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাপাহারসহ নওগাঁ অঞ্চলের পেঁয়াজ চাষীরা পার্শ্ববর্তী বগুড়া বা জয়পুরহাট এলাকা থেকে পেঁয়াজ বীজ সংগ্রহ করে থাকে। এবার অতিরিক্ত মুল্য বৃদ্ধির কারনে এ অঞ্চলের পেঁয়াজ চাষীরা চলতি মৌসুমে তাদের পেঁয়াজ চাষাবাদ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে। অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বীজ কিনে পেঁয়াজ চাষাবাদ করে আসল পুঁজি উঠে আসবে কিনা, সে আশংকায় এ অঞ্চলের পেঁয়াজ চাষীরা এখন দুর্ভাবনায় পড়েছে। কেন এবারে এত মূল্য বৃদ্ধি, চাষীদের সে প্রশ্নের জবাব পেঁয়াজের বীজ বাজারজাতকারি প্রতিষ্ঠানের কর্মীগনের নিকট জানা নেই বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। পেঁয়াজ বীজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এবারে এ অঞ্চলে পেঁয়াজের চাষাবাদ অনেকাংশে হ্রাস পাবে বলেও কৃষকরা ধারনা করছেন।

(বিএম/এএস/নভেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test