E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাগুরায় দেশীয় দক্ষিণা জাতের ওল চাষ করে সফল বিজুস কুমার বিশ্বাস 

২০২৪ জুন ১২ ১৪:৪৭:২৬
মাগুরায় দেশীয় দক্ষিণা জাতের ওল চাষ করে সফল বিজুস কুমার বিশ্বাস 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের পুঠিয়া গ্রামে দেশীয় দক্ষিণা জাতের ওল চাষ করে সফলতা অর্জন করেছেন বিজুস কুমার বিশ্বাস নামের এক ওল চাষী।সে ওই গ্রামের মৃত জানেকি কুমার বিশ্বাসের ছেলে।

ওল চাষী বিজুস কুমার বিশ্বাস জানান, দেড় মাস হয়েছে তিনি প্রতিবেশীর নিকট থেকে ২৭ শতক জমি লিজ নিয়ে দেশীয় দক্ষিণা জাতের ওল চাষ শুরু করেছেন। ভাদ্র ,আশ্বিন ও কার্তিক মাসে এই ওল উঠবে।প্রতি বছর স্থানীয় হাট-বাজারসহ বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকেন ওল চাষী বিজুস কুমার বিশ্বাস।প্রতি কেজি ওল ৬০ থেকে ৭০ টাকা দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।

বাড়ির পাশে নিজের জমিতে তৈরি করেছেন হাজার, হাজার ওলের চারা।যা কেউ ক্রয় করতে আসলে তিনি বিক্রয় করে থাকেন। ওল চাষের অর্থ দিয়ে বিজুস কুমার বিশ্বাস এর পরিবার পরিজন আয়ের এক মাত্র উৎস।পরিশ্রম করলে জীবনের সফলতা আসে তারই দৃষ্টান্ত ওল চাষী বিজুস কুমার বিশ্বাস।

ওল চাষী জানিয়েছেন এ বছর চাষে ফলন বেশি হবে-এমনটা আশা করছেন তিনি। এক মাত্র এই ওল চাষ ই তার পছন্দের হওয়ায় প্রতি বছর উচ্চ ফলনশীল দক্ষিণা জাতের ওল চাষ করে থাকেন তিনি।

(বিএসআর/এএস/জুন ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test