E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে আগাম রূপবান ও অটো শিমে কৃষকের মুখে হাসি

২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৮:৩৬:২৪
ঈশ্বরদীতে আগাম রূপবান ও অটো শিমে কৃষকের মুখে হাসি

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এলাকায় জনপ্রিয় ‘রূপবান’ ও ‘অটো’ জাতের শিম। ভালো ফলন ও রোগ প্রতিরোধ মতা বেশি হওয়ায় কৃষকরা শিম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আগাম শিম চাষে খরচের তুলনায় দাম অনেক বেশি পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে সাফল্যের হাসি। শিম চাষ যে এলাকার মানুষের ভাগ্য বদল করে দিতে পারে ঈশ্বরদীর মূলাডুলি তার উদাহরণ। শিম বেচাকেনার জন্য মুলাডুলিতে পাইকারী বাজার বসেছে। এসব বাজার থেকে প্রতিদিনই ট্রাকবোঝাই শিম যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। পাইকারিতে শিম ১৫০  টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুলাডুলি এলাকার মাঠজুড়ে শিমের সবুজ লতা ভরে গেছে বেগুনি ফুলে। এরই মাঝে উঁকি দিচ্ছে হালকা লালচে শিম। চোখজুড়ানো লতা, ফুল ও শিমের এই মনোহর সৌন্দর্যের জন্যই এর নাম ‘রূপভান’। আর ‘অটো’ হচ্ছে দ্রুত বর্ধন ও উচ্চফলনশীল জাত। বাজারে ইতিমধ্যেই আগাম জাতের রূপভান ও অটো শিম কিছুটা উঠতে শুরু করেছে। ভালো দামও মিলছে। পুষ্ট গাছ ও প্রচুর ফুল ফোটায় চলতি মৌসুমে শিমের ভালো ফলন হবে বলে মনে করছেন চাষিরা। শুধু শিম চাষ করেই লাখপতি হয়েছেন মূলাডুলি এলাকার শত শত কৃষক। ঈশ্বরদীর মূলাডুলি ছাড়াও পার্শ্ববর্তী আটঘরিয়া, বড়াইগ্রাম ও লালপুরের প্রায় ২৫ হাজার মানুষ শিম চাষের সাথে জড়িত। তাই চাকরির পেছনে না ছুটে তরুণরা কৃষি খামার করে স্বাবলম্বি হয়েছেন।

জানা যায়, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অটো শিম ও আগস্টের মাঝামাঝি সময় থেকে রূপভান শিম বাজারে আসতে শুরু করেছে। চকলেট একটু পরের জাত। এটি বাজারে আসবে অক্টোবরের শেষ দিকে।

শুক্রবার (১৩ আগস্ট) সরেজমিনে মুলাডুলি এলাকা ঘুরে শিম তুলতে ব্যতিব্যস্ত থাকতে দেখা গেছে চাষিদের। সড়কে দাঁড়িয়ে যত দূর চোখ যায় শুধু শিমের সবুজ খেত। সবুজ পাতা আর বেগুনি ফুলে ফুলে ছেয়ে আছে মাঠ। ক্ষেতের পরিচর্যা ও নতুন শিম তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা।

বাঘহাছলা গ্রামের শিমচাষি শিমুল জানান, এবারে শিমের গাছ পুষ্ট হয়েছে। ফুল এসেছে প্রচুর। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে। ডিসেম্বর পর্যন্ত জমি থেকে শিম পাওয়া যাবে।

চাঁদপুরের কৃষক আবু হানিফ বলেন, এবার সিমের ফুল-ফল ভালো হয়েছে। পোকামাকড় ক্ষতি না করলে ফলন ভালো হবে। দাম এখনকার মতো ভালো থাকলে লাভ অনেক হবে।

এদিকে ঈশ্বরদীর মূলাডুলি সবজি আড়ৎ ক্রেতা-বিক্রেতাদের পদভারে এখন মূখরিত। মৌসুমের শুরুতে চড়া দামে বিক্রি হচ্ছে শিম। দেশের বিভিন্ন এলাকা হতে আগত ব্যাপারী, পাইকার ও ফড়িয়াদের সমাগমে মুলাডুলি আড়ত এলাকা জনারণ্যে পরিণত। ভোর হতে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা।

মুলাডুলি হাটের আড়ৎতদাররা জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) পাইকারিতে শিম ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চালান হচ্ছে ঈশ্বরদীর শিম।

আড়তদার সমিতির উপদেষ্টা ও চাষি আমিনুর রহমান বাবু ওরফে শিম বাবু জানান, শিম কেনা-বেচার কাজে মূলাডুলি আড়তে প্রায় সহস্রাধিক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর শিম চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, কৃষকরা এখন আগাম জাতের ‘রূপবান’ ও ‘অটো’ শিম বিক্রি করে লাভবান হচ্ছেন। এবারে আগাম ১,১৫০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। শীতকালীন আরও জমিতে শিমের আবাদ হবে। প্রতিবছর এখানে ১,৫০০-১,৬০০ হেক্টর জমিতে শিম চাষ হয়। এখন পর্যন্ত শিমের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। পোকা ও রোগবালাই আক্রমণ না করলে ফলন ভালো হবে। পোকার আক্রমণ থেকে শিমের জমি রা করতে কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছি।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test