E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় রাইস টান্সপ্লান্টার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৬:২৫:৩৯
সিংড়ায় রাইস টান্সপ্লান্টার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে খামার যান্ত্রিকী করণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাইস টান্সপ্লান্টার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কলম ইউনিয়নের সিআইজি গ্রুপের ৪০শতক বোরো জমিতে রাইস প্লান্টার (ধানের চারা রোপণ যন্ত্র) দিয়ে আনুষ্ঠানিকভাবে ধানের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু।

পরে ইউনিয়নের সূর্য্যপুর গ্রামে হাজী বাবর আলীর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনীল সরকারের পরিচালনায় প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাপ আলী। আরও বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক মিজানুর রহমান ও রনজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সহ সভাপতি নাজিম উদ্দিন সহ প্রায় অর্ধশত কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রাইস টান্সপ্লান্টার দিয়ে প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘা জমিতে চারা রোপণ করা যায়। ফলে চাষাবাদ ক্ষেত্রে কৃষকদের শতকরা ৮০ ভাগ খরচ ও সময় সাশ্রয় সম্ভব হবে। এতে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকগণ।

(এমএমআর/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test