E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস পালন

২০১৫ এপ্রিল ২১ ১৮:৫১:২৩
আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস পালন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ইউএসএআইডি’র অর্থায়নে সিরিয়াল সিস্টেমস্ ইনেশেটিভ ফর সাউথ এশিয়া ইন বাংলাদেশ (সিসা) ও ধান গবেষণা ইনিষ্টিটিউট (ইরি) প্রকল্পের আওতায় হাব এর উদ্যোগে স্থানীয় সংগঠন বিডিএস’এর মাধ্যমে “আদর্শ কৃষি তাত্বিক ব্যবস্থাপনায়” আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক ধান কেটে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বড় মগড়া গ্রামের কৃষক নিখিল চন্দ্র জয়দরের ক্ষেতের হাইব্রীড ব্রি ধান-৩ ধান কেটে প্রধান অতিথী হিসেবে মাঠ দিবসের উদ্ভোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন। পরে পাশ্ববর্তি মাঠে আদর্শ কৃষক ধীরেন্দ্র নাথ অধিকারীর সভাপতিত্বে মাঠ দিবসের সভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বরিশাল হাব’র ম্যানেজার দেব কুমার নাথ, সিসা ইরি’র এআরডিও নজরুল ইসলাম, প্রেগ্রাম ম্যানেজার মো. আজিম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল, সিসা’র ফিল্ড অফিসার মাসুদ রানা ও বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ধানের জাত উদ্ভাবক জালাল আকন। প্রধান অতিথী বলেন, উপজেলায় ১৫০ জন র্কষক-কৃষানীকে প্রকল্পের আওতায় প্রশিক্ষন প্রদান করে বীজ সরবরাহ করা হয়।

এছাড়া কৃষি উন্নয়নের জন্য সরকার ৬টি দেশীয় সংস্থার মাধ্যমে বরিশাল বিভাগের ৬টি জেলার ২৫টি উপজেলায় ১১শ জন কৃষক পরিবার নিয়ে ২০১১ সাল থেকে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জনের লক্ষে কাজ করে আসছে। তিনি আরও জানান, ব্রি-৩ ধানের ফলন হয়েছে প্রতি শতকে ৭.৫ কেজি উৎপাদন হয়েছে।

(টিবি/এএস/এপ্রিল ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test