E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীবরদীতে কৃষি তথ্যকেন্দ্রে আইসিটি মালামাল বিতরণ

২০১৪ মে ১৪ ১৬:৪৭:০২
শ্রীবরদীতে কৃষি তথ্যকেন্দ্রে আইসিটি মালামাল বিতরণ

শেরপুর প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গ্রামে বসেই কৃষকরা যাতে সকল প্রকার কৃষিতথ্য ও সেবা পেতে পারে এজন্য প্রত্যন্ত অঞ্চলে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করছে কৃষি মন্ত্রণালয়।

শেরপুরের শ্রীবরদী উপজেলার চক্রপুর আইসিএম ক্লাবের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে আইসিটি (তথ্যপ্রযুক্তি) মালামাল বিতরণ করা হয়েছে। ডিজিটাল কৃষি তথ্যের প্রসেস প্রকল্পের উদ্যোগে ১৪ মে বুধবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ও স্কেনারসহ বিভিন্ন মালামাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক সুভাস চন্দ্র দেবনাথ, উপজেলা কুষি কর্মকর্তা এফএম মোবারক আলী প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন। এ সময় চক্রপুর আইসিএম সমবায় সমিতির সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ সকল সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
(এইচবি/এএস/মে ম১৪, ২০১৪)


পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test