E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেঁপে চাষে সফল রাণীনগরের সাইদুর রহমান

২০১৫ মে ১৫ ১৭:৩০:৩৭
পেঁপে চাষে সফল রাণীনগরের সাইদুর রহমান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর গ্রামের সাইদুর রহমান (৫০) জীবন-যুদ্ধে পেঁপে চাষ করে আর্থিক ভাবে সাবলম্বি হয়েছেন। সাইদুর রহমান বর্তমানে উপজেলার সফল পেঁপে চাষীর এক অনন্য উদাহরণ ।

তার বাগানের চাষকৃত পেঁপে বর্তমানে দেশের বিভিন্ন এলাকা ছাড়াও বিদেশে রফতানী হচ্ছে। দিগন্ত জোড়া শুধু সবুজ পেঁপে গাছ আর প্রতিটি পেঁপে গাছে ঝুলছে থোকায় থোকায় কাঁচা পেঁপে। যা দেখলেও চোখ জুড়ে যায়।

উপজেলার কাশিমপুর গ্রামের মৃত-ইব্রাহিমের পুত্র মোঃ সাইদুর রহমান জানান, তিনি ১৯৯৭ সাল থেকে এই পেঁপে চাষ শুরু করেন। প্রথম দিকে তিনি ২বিঘা জমি লিজ নিয়ে পেঁপে চাষ শুরু করেন। বর্তমানে তিনি ১২বিঘা জমিতে পেঁপে চাষ করছেন। এই পেঁপে চাষ করার পূর্বে তিনি দীর্ঘ প্রায় ১১বছর দেশের বিভিন্ন এলাকায় পেঁপে কেনা-বেচার ব্যবসা করতেন। ব্যবসা করার এক পর্যায়ে তিনি নিজেই পেঁপে চাষ করবেন বলে উদ্যোগ নেন। সেই উদ্যোগ থেকেই সাইদুর রহমানের আজকের এই পেঁপে চাষের সংগ্রাম শুরু। সাইদুর রহমান জানান, প্রতি মৌসুমে নিজেদের চাহিদা পূরণ করাসহ সকল খরচ বাদ দিয়ে প্রায় ২লাখ টাকা তার লাভ থাকে। এই শেষ মৌসুমে তিনি প্রতি মণ পেঁপে প্রায় ৮শ’ থেকে ৯শ’ টাকা করে বিক্রি করেছেন।

যা অন্যান্য মৌসুমের তুলনায় অনেক ভালো। তিনি বর্তমানে পেঁপে চাষ করে ব্যবসা জীবনের অস্বচ্ছল জীবন থেকে আজ পরিবারের ৬ জন সদস্য নিয়ে স্বচ্ছল ভাবে জীবন-যাপন করছেন। আর লাভবানও হয়েছেন আর্থিকভাবে। তার বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক বেকার মানুষের। সাম্প্রতিক ঝড়ে তার পেঁপে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে । ঝড়ে পড়ে গেছে প্রায় ১৫০মণ পেঁপে। এতে করে তার প্রায় ২/৩ লাখ টাকা লোকসান হয়েছে বলে তিনি জানান।

সরেজমিনে তার পেঁপে বাগান ঘুরে দেখা যায়, ঝড়ে পড়ে যাওয়া পেঁপে গাছগুলো দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর নতুন ছোট পেঁপে গাছগুলোতে নতুন করে পেঁপের ফুল এসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা তার বাগানের পেঁপে কিনে নিয়ে যান। দেশের চাহিদা পূরণ করে তার বাগানের পেঁপে বর্তমানে বিদেশেও রফতানী হচ্ছে বলে পেঁপে চাষী সাইদুর রহমান জানান। নিজের দৃঢ় মনোবল, কঠিন পরিশ্রম আর উপজেলা কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় আজ তার পেঁপে চাষের এই সফলতা। প্রথম দিকে পেঁপে গাছে কখন কোন সার ছিটাতে হবে, কোন ওষুধ কখন প্রয়োগ করতে হবে ইত্যাদি বিষয়ে তিনি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। তিনি ভবিষ্যতে এই পেঁপে চাষকে নিজের এলাকাসহ দেশের বেকার মানুষদের মাঝে ছড়িয়ে দিতে চান।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম গোলাম সারওয়ার জানান, পেঁপে চাষী সাইদুর রহমানের সফলতার পেছনে রয়েছে তার ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টা। তিনি রাণীনগর উপজেলায় সফল মানুষের এক অনন্য দৃষ্টান্ত। উপজেলা কৃষি অফিস তাকে সব সময় সার্বিক পরামর্শ দিয়ে আসছে।

(বিএম/এএস/মে ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test