E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে বোরো চাষে ব্যস্ত কৃষকরা

২০১৬ জানুয়ারি ০৬ ১৮:০৮:২১
সুন্দরগঞ্জে বোরো চাষে ব্যস্ত কৃষকরা

গাইবান্ধা প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলায় কৃষক-কৃষানিরা বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবছর আবহাওয়া বোরো চাষের অনুকুলে থাকায় ও বীজতলা খুব ভাল হওয়ায় কৃষকরা আগাম বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা ৩০ হতে ৪০ দিন বয়সী চারা জমিতে রোপন করছেন।

এবছর উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ১শ হেক্টর জমিতে। এর মধ্যে ৪ হাজার ৯শ হেক্টর জমিতে হাইব্রিড, ১৯ হাজার ২শ হেক্টর জমিতে উফশী ও ৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান। শীতকে উপেক্ষা করে কৃষকরা সকাল হতে না হতেই হাল, গরু ও বীজ নিয়ে মাঠে নামছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান, বোরো চারা লাগানোর এটাই উপযুক্ত সময়।

তাই কৃষকরা বসে না থেকে বোরো চাষে ব্যস্ত। তিনি আরও জানান, কৃষকদেরকে সারি করে চারা লাগানো এবং কয়েকদিনের মধ্যেই ক্ষেতে কঞ্চি পুতে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যাতে ওই সমস্ত কঞ্চিতে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সাথে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হচ্ছে।

(আরআই/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test