E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় কম্বাইন্ড হারভেস্ট দিয়ে ধান কর্তন

২০১৬ এপ্রিল ২০ ১৮:২৩:৩৬
কুষ্টিয়ায় কম্বাইন্ড হারভেস্ট দিয়ে ধান কর্তন

কুষ্টিয়া প্রতিনিধি : যন্ত্রটির নাম কম্বাইন্ড হারভেস্ট। কাজ একত্রে পাঁচটি। ধান কাটা, মাড়াই, পরিষ্কার ধান বস্তাবন্দী ও ধানের খড় জমিতে বিছিয়ে দেয়া। সবই এক মেশিনে একত্রে। এমন একটি মেশিনের মাধ্যমে এই প্রথম কুষ্টিয়ার মিরপুরে ধান কাটা শুরু হলো।

বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল বিভাগ গ্রামের মাঠে এ মেশিনের সাহায্যে ধান কাটা উদ্বোধন করা হয়েছে।

একেবারে নতুন আসা এই মেশিনের ধান কাটা পদ্ধতি দেখতে গ্রামের মাঠে ভিড় করে শত শত গ্রামবাসী। আর মেশিনটির কার্যপদ্ধতি প্রান্তিক পর্যায়ে নিয়ে আসে মিরপুর উপজেলা কৃষি অফিস।

কম্বাইন্ড হারভেস্ট সম্পর্কে কৃষকদেরকে ধারণা দিতে মাঠের মধ্যেই সামিয়ানা টানিয়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে সভায় স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।

এসময় তিনি বলেন, সরকার কৃষকের উন্নয়ন চাই। আর এজন্য কৃষকের জন্য সরকার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করছে। সনাতন পদ্ধতিতে মাঠ থেকে ধান কাটার পর ঘরে তোলা পর্যন্ত একর প্রতি ৫ হাজার টাকাও বেশি খরচ হয়ে থাকে। কিন্তু স্বল্প সময়ে তার অর্ধেকেরও কম টাকায় ধান মাঠ থেকেই ঘরে তোলা সম্ভব এই কম্বাইন্ড হারভেস্ট মেশিনের মাধ্যমে।

তিনি আরো বলেন, কোন কৃষক যদি কম্বাইন্ড হারভেস্ট মেশিন ক্রয় করতে চাইলে সরকার এর উপর ৩০ ভাগ টাকা ভর্তুকি দেবে। এগুলো উপজেলা কৃষি অফিস থেকে সংগ্রহ করা যাবে বলেও জানান তিনি।

(কেকে/এএস/এপ্রিল ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test