E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইগাতীতে আউশ প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

২০১৬ এপ্রিল ২১ ১৮:৫১:১৭
ঝিনাইগাতীতে আউশ প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২১ এপ্রিল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০১৬-১৭ মৌসুমে উফশী আউশ ও নেরিকা ধানের উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচীর অংশ হিসেবে ৫০৮জন কৃষককে কৃষি প্রণোদনা উপকরণ দেয়া হয়। জনপ্রতি কৃষকরা ১০ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি নেরিকা ধানবীজ, ৩০ কেজি সার এবং সেচ খরচ বাবদ ৪০০ টাকা করে প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এআরএম. ওয়াহেদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কোরবান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান লেবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রূপালী প্রমুখ।

(এইচবি/এএস/এপ্রিল ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test