E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরগঞ্জে শস্য বিন্যাসে আগ্রহ বাড়ছে কৃষকের

২০১৬ মে ০৪ ১৫:৩৮:০৫
ঈশ্বরগঞ্জে শস্য বিন্যাসে আগ্রহ বাড়ছে কৃষকের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির আলোকে দিন দিন শস্য বিন্যাসে  কৃষকের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে । ধানের বাজার মূল্য কম থাকায় ক্রমাগত লোকসান পুষিয়ে নিতে এবং ফসলী জমির উর্বরতা রক্ষায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শস্য বিন্যাসে কৃষকদের আগ্রহী করে তুলছেন।

বর্তমানে উপজেলায় রবি ও খরিপ মওসুমে সবজি, ডাল ও তেল জাতীয় ফসলের পাশাপাশি ভুট্টার আবাদ বাড়ছে আশাতীতভাবে । শস্য বিন্যাসের সুফলভোগী কৃষককে অনুকরণ করে এলাকার অন্যরাও অনুপ্রাণিত হচ্ছেন । বর্তমান বাজারে ধানের বাজার মূল্য কম থাকায় চলতি বোরো মওসুমে কম খরচে অধিক লাভের আশায় বিভিন্ন জাতের পাট,তিল ও মৌসুমী সবজিসহ উপজেলার বিভিন্ন ব্লকের কৃষক প্রায় দুইশ হেক্টর জমিতে এলিট ও মিরাকেল জাতের ভুট্টার আবাদ করেছেন ।

উপজেলার শর্শী ব্লকের আশ্রবপুর গ্রামের চাষী মনির উদ্দিন ফকির বলেন, আমি প্রথমবারের মত কৃষি বিভাগের পরামর্শে তিল চাষ করেছি । আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভাল । তবে ভুট্টার মাড়াই যন্ত্রের সহজলভ্যতা ও সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবে ভুট্টাচাষিরা শঙ্কিত ।

উপজেলার শর্শী গ্রামের কৃষক জহিরুল জানান, আমি কৃষি বিভাগের পরামর্শে প্রথমবার ভূট্রার আবাদ করেছি । বাজার দর ভাল পেলে আগামীতে অধিক জমিতে ভুট্টার আবাদ করব।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ শহীদুল্লাহ জানান, মাটির উর্বরতা বৃদ্ধিসহ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আমরা কৃষকদের শস্য বিন্যাসে পরামর্শ দিচ্ছি । এরই ধারাবাহিকতায় এ বছর শর্শী ব্লকে দশ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে । আগামীতে বোরোর পরিবর্তে ভুট্টার আবাদের পরিমাণ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন জানান, আমাদের উপজেলার শস্যের নিবিড়তা ২.১৭ ভাগ। অধিকাংশ জমিতে বছরে দুইটির বেশি ফসলের আবাদ করা হয় না । তাই শস্যের নিবিড়তা বাড়াতে আমরা কৃষকদেরকে শস্য বিন্যাসে উৎসাহিত করছি ।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাবুর রহমান বলেন, আমাদের শস্য বিন্যাসের আহবানে সাড়া দিয়ে অন্যান্য ফসলের পাশাপাশি যেসব কৃষক ভূট্রার আবাদ করেছেন তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গাজীপুরের পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির সাথে যোগাযোগ করে আমরা ভুট্টা বিক্রির ব্যাপারে সহযোগিতা করব।

(এনআইএম/এএস/মে ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test