E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রোহিঙ্গাদের ‘শরণার্থী’ মর্যাদা দেয়ার চিন্তা নেই’

২০১৭ সেপ্টেম্বর ২৪ ১৪:১৭:০৬
‘রোহিঙ্গাদের ‘শরণার্থী’ মর্যাদা দেয়ার চিন্তা নেই’

স্টাফ রিপোর্টার : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ‘রিফিউজি’ (শরণার্থী) হিসেবে মর্যাদা দেয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আপাতত নেই বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে আমির হোসেন আমু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের সবধরনের সহায়তা দেয়া হচ্ছে।

রোহিঙ্গাদের ‘রিফিউজি’ (শরণার্থী) স্ট্যাটাস দেয়া হবে কি না? জানতে চাইলে আমু বলেন, ‘রোহিঙ্গাদের স্ট্যাটাস দেয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই। যে পরিসংখ্যানটা, এটা আমরা হিসাব রাখছি। আমরা চাই রোহিঙ্গারা তাদের স্ব-স্থানে আবার ফিরে যাক। সেই ফিরে যাওয়ার জন্য তারা ওখান থেকে আসল, এটার একটা তথ্য দরকার। এ জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে।’

আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test