E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশের সবচেয়ে বড় দুর্গোৎসবের প্রস্তুতি

২০১৭ সেপ্টেম্বর ২৪ ২৩:৪৩:০৯
কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশের সবচেয়ে বড় দুর্গোৎসবের প্রস্তুতি

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত দুর্গোৎসব এবার নতুন মাত্রা যোগ করেছে। মণ্ডপটি ভারতের বেলুর মঠের মতো করে সজ্জিত করা হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশনে সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) আয়োজিত এ দুর্গোৎসব দেশের সবচেয়ে বড় আয়োজন বলে দাবি আয়োজকদের।

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমির চন্দ বলেন, দেবী দূর্গার মাহাত্ম্য ইলেক্ট্রনিক বাতি ও মোটরে প্রবাহিত লাল জলের সাহায্যে বড় পর্দায় ত্রিমাত্রিক সরাসরি সম্প্রচার করা হবে। লেজার লাইট ও সয়ংক্রিয় রঙ্গিন পানির প্রবাহের ব্যবহার দেশে আমরাই প্রথম।

তিনি জানান, পূজা মণ্ডপে দুই সেট প্রতিমা স্থাপন করা হবে। মাটির তৈরির প্রতিমা মূল বেদীতে ও ককসিটের তৈরী প্রতিমা পূজা মণ্ডপের সামনের দেওয়ালে স্থাপন করা হবে।

কৃষিবিদ সমির চন্দ বলেন, ঢাকা শহরে ২৮ বছর পূর্বে ঢাকেশ্বরী জাতীয় জাদুঘর, রাম কৃষ্ণ মিশন ও সনাতন সমাজ কল্যাণ সংঘ জাঁকজমকভাবে দুর্গতি নাশিনী দেবী দূর্গার পূজার আয়োজন করে আসছে। আমরা গতবার প্রতিমা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলাম। আশা করছি এবার প্রথম হব।পূজার সময় পুরাণের মাঙ্গলিক ক্রীড়ার পাশাপাশি কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

(এসএস/অ/সেপ্টেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test