E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাখাইনে শান্তিরক্ষী মোতায়েন জরুরি’

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১৩:৫৬:৫৬
‘রাখাইনে শান্তিরক্ষী মোতায়েন জরুরি’

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে জাতিসংর্ঘের সমন্বয়ে একটি নিরাপত্তা বলয় তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. অধ্যাপক আকতারুজ্জামান। তিনি বলেন, যেভাবে ইরাক, আফগানিস্তানসহ অন্যান্য দেশে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়োগ দেয়া হয়েছে, একইভাবে রোহিঙ্গাদের নিরাপত্তায় রাখাইনে শান্তিরক্ষী বাহিনী মোতায়ন জরুরি হয়ে পড়েছে।

মঙ্গলবার ‘মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠিীর ওপর বর্বরোচিত নির্যাতসহ হত্যাযজ্ঞ এবং তাদের ফিরিয়ে নেয়ার দাবি’তে ঢাবির আয়োজিত এক মানববন্ধন পালনকালে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ১৯৭১ সালে পাকিস্তান যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনী একইভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালচ্ছে। রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে মিয়ানমারে বসবাস করলেও দেশটির জলদস্যু বর্মি গোষ্ঠী তাদের ঐতিহাসিক ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংর্ঘের ভাষণের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, মুসলিম কমিউনিস্ট গত এক হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করছেন। অথচ রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। একটি জাতিসত্তা নিধনের অপচেষ্টা চালানো হচ্ছে। নির্যাতন, গণধর্ষণ, গণহত্যা, উচ্ছেদসহ নির্মম অত্যাচারের কারণে রোহিঙ্গারা বার বার নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আসছেন। এসব বন্ধে অপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাকসুদ কামাল বলেন, কফি আনান কমিশনের সুপারিশ মিয়ানমার মানতে চাচ্ছে না। অতিসত্বর তা মিয়ানমারকে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক চাহিদা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে সিন্ডিকেট সদস্য খন্দকার বদরুল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াহেদুজ্জামান, বিভিন্ন বিভাগীয় শিক্ষক, হল প্রভোস্ট, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠিত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রায় সহাস্রাধিক ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test