E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উল্টো পথে যাওয়া সচিবের গাড়িচালকের বিরুদ্ধে ব্যবস্থা 

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১৫:০২:২০
উল্টো পথে যাওয়া সচিবের গাড়িচালকের বিরুদ্ধে ব্যবস্থা 

স্টাফ রিপোর্টার : পরপর দু’দিন উল্টো পথে (রং সাইড) চলতে গিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানার গাড়ি ধরার পর ওই গাড়ির চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

সচিব এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও সচিবের দফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিবের অনুমতি ছাড়াই চালক বাবুল মিয়া গাড়ি উল্টোপথে চালিয়েছেন। গাড়ি চালকের বিরুদ্ধে আজ-কালের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে দেখা করার জন্য সাংবাদিকরা সচিবালয়ে সমবায় সচিব মাফরুহা সুলতানার দফতরে যান। কিন্তু তিনি কথা বলতে রাজি হননি।

গত রবিবার রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে যাওয়ার সময় সচিব মাফরুহা সুলতানার গাড়ি পুলিশের হাতে ধরা পড়ে। পরের দিন (সোমবার) বাংলামোটরে উল্টো পথে গিয়ে ধরা পড়েন মাফরুহা সুলতানার গাড়ি চালক বাবুল মিয়া। চালক বাবুল মিয়ার বিরুদ্ধে মামলার পাশাপাশি গাড়িকে জরিমানা করে পুলিশ।

পরপর দু’দিন উল্টো পথে গাড়ি চালানোর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সমবায় সচিব মাফরুহা সুলতানা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test