E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ মহাসপ্তমী

২০১৭ সেপ্টেম্বর ২৭ ১৩:১৪:৪০
আজ মহাসপ্তমী

নিউজ ডেস্ক : মহাষষ্ঠী তিথিতে অসুর শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবী দুর্গার আবাহনে গতকাল (মঙ্গলবার) শুরু হয়েছে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ (বুধবার) মহাসপ্তমী। দেবীর আগমনের দিন। সকালে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সম্পন্ন হয়েছে।

পঞ্জিকামতে, আগামীকাল (২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) অষ্টমী ও কুমারী পূজা। পরদিন শুক্রবার নবমী বিহিত পূজা এবং শনিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসব। এর আগে সোমবার সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়।

প্রথম দিন (মঙ্গলবার) সকালে উলুধ্বনির সঙ্গে শাঁখের সুর আর ঢোলের তাল ও মাতৃবন্দনায় ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সারাদেশে মণ্ডপে মণ্ডপে বেলতলায় হয়েছে দেবী দুর্গার বোধন। সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত ছিল সব মণ্ডপ এলাকা।

এদিন নানাবিধ উপাচারে ডালা সাজিয়ে মন্দিরে মন্দিরে আসেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশে মঙ্গলময়ী দেবীর জাগরণে জগতে সুরশক্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেন তারা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার আগমন হয়েছে নৌকায় চড়ে, বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।

এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test