E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একনেকে পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

২০১৪ জুলাই ০১ ১৩:১৪:২৯
একনেকে পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

স্টাফ রির্পোটার : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৪৫৫ কোটি টাকা ব্যয়ে পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, একনেকে পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্প পাঁচটির মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৪৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৪৬ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ২ হাজার ৪৯৯ কোটি টাকা মেটানো হবে।
মন্ত্রী আরো জানান, নতুন অর্থবছরে পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গত ২০১৩-১৪ অর্থবছরে ২১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার ৪১ কোটি টাকা।
(ওএস/এএস/জুলাই ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test