E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে

২০১৪ জুলাই ০২ ১৪:০১:৩৫
দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে

স্টাফ রিপোর্টার : সন্ত্রাস নির্মূল ও দুর্নীতি দমনে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কঠোর হাতে সন্ত্রাসীদের মূলোৎপাটনের লক্ষ্যে দিন-রাত সড়ক ও নৌপথে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া দুর্নীতির বিষয়েও বর্তমান সরকার যুগোপযোগী ও কার্যকর ভূমিকা পালন করছে।

সরকার এক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বুধবার দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে এ তথ্য জানান।এর আগে সকাল সাড়ে ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

(ওএস/এটিআর/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test