E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্যটন খাতে আয় সাড়ে ৩ হাজার কোটি টাকা

২০১৪ জুলাই ০৩ ১৫:০৭:২২
পর্যটন খাতে আয় সাড়ে ৩ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গত পাঁচ বছরে পর্যটন শিল্প খাত থেকে রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৫২৮ কোটি ৬ লাখ টাকা। ক্রমান্বয়ে রাজস্ব আয় বাড়ছে।

তিনি বলেছেন, বর্তমানে পর্যটন শিল্প বাংলাদেশের একটি অপার সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত। দিন দিন এ শিল্পের বিকাশ ঘটছে।

বৃহস্পতিবার সংসদ সদস্য আমিনা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী ৫ বছরে পর্যটন খাতের আয়ের একটি চিত্র তুলে ধরে বলেন, এখাতে আয় ক্রমন্বয়ে বেড়েই চলছে। সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ২০০৯ সালে ৫৭৬ কোটি ২২ লাখ, ২০১০ সালে ৫৫৬ কোটি ২৯ লাখ, ২০১১সালে ৬২০ কোটি ১৬ লাখ, ২০১২ সালে ৮২৬ কোটি ৩৭ লাখ এবং ২০১৩ সালে ৯৪৯ কোটি ৫৬ লাখ টাকা রাজস্ব আয় হয়।

হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে কুয়াকাটায় বাংলাদেশ পর্যটন শিল্পের পরিচালনায় দুটি মোটেল ও একটি ইয়ুথ ইন এবং ১৩০ আসনের একটি রেস্তোরাঁ রয়েছে। এর মাধ্যমে পর্যটকদের উন্নতমানের আবাসন ও ক্যাটারিং সুবিধা দেওয়া হয়। এছাড়া বেসরকারি উদ্যোগে কুয়াকাটায় অসংখ্য হোটেল, মোটেল রেস্টহাউজ পরিচালিত হচ্ছে।

এর মাধ্যমে পর্যটকদের চাহিদা পূরণ করা হচ্ছে। এর বাইরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় কুয়াকাটায় ওয়াচ টাওয়ারসহ পাঁচ তারকা মানের হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য আনুষঙ্গিক পর্যটন সুবিধা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সি-বিচ ম্যানেজমেন্ট কমিটি সমুদ্র সৈকতের নিরাপত্তা ব্যবস্থা এবং উদ্ধার অভিযান পরিচালনা করে।’

এছাড়া দেশের দর্শনীয় স্থানগুলোতে পর্যায়ক্রমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

(ওএস/এটিআর/জুন ০৩,২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test