E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরমালিন বিরোধী অভিযান চলবে

২০১৪ জুলাই ০৩ ১৫:১৭:৩১
ফরমালিন বিরোধী অভিযান চলবে

স্টাফ ‍রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেছেন রাজধানীতে ফরমালিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় গুলশান-২ গোলচত্বর এলাকায় ফরমালিন বিরোধী প্রচারণায় অংশ নিয়ে তিনি এমন তথ্য জানান। এ প্রচারণায় আরো অংশ নিয়েছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেন, ‘ফরমালিন বিষয়ে আইন অনুমোদিত হয়েছে। আইন পাস না হওয়া পর্যন্ত বিদ্যমান আইনেই অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই ফরমালিনের অপব্যবহার রোধ করা যাবে না। এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এ অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, ফরমালিনের বিরুদ্ধে যে অভিযান চলছে আমি এর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, ফরমালিনের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হচ্ছে তা অব্যাহত থাকলে ফরমালিনের অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ডিএমপি কমিশনার ফরমালিন বিরোধী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তিনি জনসাধারণকে ফরমালিনের অপকারিতা এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করেন। তিনি বিভিন্ন যানবাহনে ফরমালিন বিরোধী স্টিকার লাগান এবং লিফলেটও বিতরণ করেন।

(ওএস/এটিআর/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test