E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই

২০১৪ জুলাই ০৩ ১৬:০০:৫১
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এ মুহূর্তে শ্রমিকদের ব্যাপারে বাইরে থেকে যা ভাবা হচ্ছে বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। কারখানার পরিবেশ অনেক ভালো। যারা বাইরে থেকে এসেছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা মনে করি জিএসপি সুবিধা ফিরে পেতে সব শর্ত পূরণ করেছি।

প্রসঙ্গত, বুধবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে একশন প্ল্যানের গুরুত্বপূর্ণ শর্তগুলো বাংলাদেশ এখনো বাস্তবায়ন করতে পারেনি।

ওই বিবৃতিতে শ্রমিক অধিকার রক্ষা ও হয়রানি বন্ধসহ কারখানার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসটিআর মুখপাত্র মাইকেল ফোরম্যান বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের অধিকার রক্ষা, হয়রানি বন্ধসহ নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধার (জিএসপি) স্থগিতাদেশ প্রত্যাহারে বিবেচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে ইউএসটিআরের বিবৃতিতে বলা হয়, সামপ্রতিক সময়ে কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বার বার বলা হয়েছিল, জিএসপি ফিরে পেতে ইউএসটিআর যেসব শর্ত দিয়েছিল ৯০ ভাগের বেশি বাংলাদেশ পূরণ করেছে। যুক্তরাষ্ট্র জিএসপি উপকমিটি আগামী ডিসেম্বরে বাংলাদেশের অগ্রগতির পরবর্তী পর্যবেক্ষণ করবে।

গত বছর ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের গার্মেন্টসে কাজের পরিবেশ অনুকূল নয় এমন অভিযোগে জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র।

(ওএস/এটিআর/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test