E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বের এক নম্বর ব্রান্ড বাংলাদেশের পোশাক শিল্পঃ যুক্তরাষ্ট্র

২০১৪ জুলাই ০৩ ১৮:১০:১১
বিশ্বের এক নম্বর ব্রান্ড বাংলাদেশের পোশাক শিল্পঃ যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোটার : বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্বের এক নম্বর ব্রান্ড হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস) পর্যালোচনার রিপোর্ট প্রকাশ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে দেশটির বেঁধে দেয়া কর্মপরিকল্পনার শর্ত পূরণে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হলেও এখনো বাংলাদেশ উল্লেখযোগ্য শর্ত বাস্তবায়ন করতে পারেনি বলে গত বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মজীনা বলেন, রানা প্লাজার মত ঘটনা যেন না ঘটে, এজন্য বাংলাদেশকে প্রয়োজনীয় শর্ত পূর্ণ করতে হবে।

যুক্তরাষ্ট্রের জিএসপি উপকমিটি ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের অগ্রগতির পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করবে।

(ওএস/এটিঅার/জুলাই ০৩ ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test