E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামী সপ্তাহে ঢাকায় আসছে নূর হোসেন!

২০১৪ জুলাই ০৪ ১৪:৩২:২৬
আগামী সপ্তাহে ঢাকায় আসছে নূর হোসেন!

স্টাফ রিপোর্টার : আগামী সপ্তাহে ঢাকায় আসছে নূর হোসেন! নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামী সপ্তাহে দেশে আনা হচ্ছে বলে আশাবাদী মামলার তদন্ত সংস্থা নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

নূর হোসেন বর্তমানে পশ্চিমবঙ্গের বারাসাত কারাগারে আটক রয়েছেন। ৭ জুলাই তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশনার পর তাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে পাঠানো হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। এদিকে, বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক র্যাব কর্মকর্তা এমএম রানাকে জিজ্ঞাসবাদ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বুধবার সংসদকে জানিয়েছেন নূর হোসেনকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকার রাজি হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমাস্বরাজের ঢাকা সফরকালেও এ নিয়ে আলোচনা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আশা করি নূর হোসেনকে খুব দ্রুত সময়ের মধ্যে ফেরত পাব। ফেরত পাওয়ার ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা প্রয়োজন তার অনেকটাই সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুলাই নূর হোসেনকে কলকাতার বারাসাত আদালতে হাজির করা হবে-এরপরই কি তাকে ফেরত আনা যাবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোন মন্তব্য না করে বলেন, অপেক্ষা করুন, সবই দেখতে পারবেন।

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কলকাতায় পালিয়ে যান নূর হোসেন। গত ১৪ জুন রাতে নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইহাটি এলাকার একটি বাড়ি থেকে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্কফোর্সে নূর হোসেনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করে। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা করা হয়েছে। পুলিশ ৮ দিন রিমান্ড শেষে গত ২৩ জুন আদালতে হাজির করে। আদালত ঐদিন তাদেরকে ১৪ দিন কারাগারে রাখার নির্দেশ দেয়।

(ওএস/এটিআর/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test