E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচন স্থগিতে ডিএনসিসির কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে না : এলজিআরডি মন্ত্রী

২০১৮ জানুয়ারি ১৭ ১৫:৪৯:৪৩
নির্বাচন স্থগিতে ডিএনসিসির কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে না : এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন স্থগিত হওয়ায় সিটি কর্পোরেশনের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকারমন্ত্রী এ মন্তব্য করেন।

নির্বাচন স্থগিত প্রক্রিয়ার সঙ্গে সরকার যুক্ত নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি খবর পেয়েছি নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে আইনি কোনো সমস্যার কারণে হাইকোর্ট তা স্থগিত ঘোষণা করেছে। আইনি সমস্যা বিষয়টা আমাদের কাছে পরিষ্কার নয়।’

তিনি বলেন, ‘বাই দ্য বাই আমি শুনলাম ভোটার লিস্টও করা হয়নি। সীমানাও সেভাবে নির্ধারিত হয়নি, কিছু কিছু ব্যসিক কারণে রিট হওয়ায় নির্বাচন স্থগিত হয়েছে। স্থগিত হলেও আমাদের কোনো অচলাবস্থার সৃষ্টি হবে না। সিটি কর্পোরেশনের মেয়র সাহেব ইন্তেকাল করার পরও সিটি কর্পোরেশন ভালোভাবেই চলছে।প্যানেল মেয়র মহোদয় আছেন, উনি ওনার কমিশনারদের নিয়ে ভালোই চালাচ্ছেন। তবে এতবড় একটা সিটি কর্পোরেশন মেয়রের পদ তো খালি রাখাও সম্ভব নয়।’

‘সংগত কারণেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের কর্তব্য হচ্ছে শূন্য ঘোষণা করা এবং ইলেকশন কমিশনকে বলা এই পদটা শূন্য হয়েছে। ভোটার লিস্ট ও সীমানা নির্ধারণ এটা নির্বাচন কমিশনের কাজ। কিংবা তারা কোনো সহায়তা চাইলে আমরা তাদের সহায়তা করতে পারি। নির্বাচন কমিশন কোনো সহায়তা চায়নি। ইলেকশন কমিশনারের বক্তব্য তো আমার দিতে পারব না।’

আইনগত কী ত্রুটি-বিচ্যুতি ছিল তা নির্বাচন কমিশন বলতে পারবে বলেও জানান মোশাররফ হোসেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে জানাতে চাই নির্বাচন স্থগিত হওয়ার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাজকর্মের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে আমরা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আছি এবং সহযোগিতা করব।’

তিনি বলেন, ‘নির্বাচন যাতে হতে পারে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা দরকার হয়, অবশ্যই সহযোগিতা করব। একজন নির্বাচিত প্রতিনিধি মেয়রের আন্ডারে সিটি কর্পোরেশনটা চলবে এটা যেমন জাতি প্রত্যাশা করে মন্ত্রণালয়ও সেটা চায়।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা আজকালের মধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে বসব। যে কারণে নির্বাচন স্থগিত হয়েছে, সেই কারণটা দূর করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা জানতে পারলে নির্দিষ্টভাবে যা করার তা আমরা করে দেব।’

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test