E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১২টি কেমিক্যালের নামে দেশে আসছে ফরমালিন

২০১৪ জুলাই ০৭ ১৬:১৯:০৪
১২টি কেমিক্যালের নামে দেশে আসছে ফরমালিন

স্টাফ রিপোর্টার : বেনাপোল স্থল বন্দর দিয়ে ১২টি কেমিক্যালের নামে দেশে ঢুকছে ফরমালিন। তবে আসল নামে নয়। দেশের বিভিন্ন ওষুধ তৈরির কারখানা, কাপড় তৈরি ও পোশাক কারখানায় যেসব কেমিক্যালের ব্যবহার বৈধ, সেসব নাম ব্যবহার করে ভারত থেকে ফরমালিন আনছেন ব্যবসায়ীরা।

এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা কৌশলে কাস্টমস কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই মানবদেহের জন্য ক্ষতিকর এসব ফরমালিন দেশে নিয়ে আসছেন। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। সহজলভ্য হওয়ায় এই ফরমালিন দেদারছে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন রকমের ফল ও খাদ্য দ্রব্যে। মানবদেহের জন্য ক্ষতিকর

এই ফরমালিনের মানুষ ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, মূলত ১২টি পৃথক নামে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফরমালিন আনছেন ব্যবসায়িরা। বিভিন্ন নামে দেশে যে পরিমান ফরমালিন নিয়ে আসা হচ্ছে তা দীর্ঘদিন ধরে জানতেন না খোদ স্থল বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা।

বছরের পর বছর ধরে ব্যবসায়ীরা বৈধপথেই অবৈধ ফরমালিন দেশে নিয়ে আসছিলেন। সম্প্রতি সরকারের বিভিন্ন সংস্থা ফরমালিনের বিষয়ে সচেতন হওয়ায় এবং এর বিরুদ্ধে অভিযানে নামায় ব্যবসায়ীদের এই কৌশল কিছুটা হলেও হোঁচট খেয়েছে বলে বলছেন বেনাপোল স্থল বন্দরের সঙ্গে সংশ্লিষ্টরা।

এই কেমিক্যালগুলো হচ্ছে; ফরম্যালডিহাইড, প্যারামালডিহাইড, পলিক্সিমিথেনিল, প্যারাফর্ম, ফরমাজিন, ফরমাল, মরবিসিড, মিথানালডিহাইড, মিথানল, মিথাইল অ্যালডিহাইড, মিথিলিন গ্লাইকল, মিথিলিন অক্সইড।

ফরমালিন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং এর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর পর সচেতন হন বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। বিশেষ করে কাস্টমস কর্তৃপক্ষই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু করে। শুরুতে বৈধভাবে আসা কেমিক্যালের তালিকা তৈরির কাজে হাত দেয় কাস্টমস।

বিশেষজ্ঞদের সমন্বয়ে সম্প্রতি বৈধভাবে আসা কেমিক্যালগুলোর ওপর অনুসন্ধানে নামে। অনুসন্ধানে কাস্টমস কর্তৃপক্ষ দেখেন ১২টি কেমিক্যালের নামেই ফরমালিন দেশে ঢুকছে।

(ওএস/এটিআর/জুলাই ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test