E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাংবাদিকদের কাছে সব ধরনের তথ্য থাকে’

২০১৮ মে ১৭ ১৯:৪১:২৩
‘সাংবাদিকদের কাছে সব ধরনের তথ্য থাকে’

বরিশাল প্রতিনিধি : মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন বরিশাল র‌্যাব-৮’র সদ্য যোগদানকারী কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সহযোগিতাইসলাম বলেন, সাংবাদিকদের কাছে সব ধরনের তথ্য থাকে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো র‌্যাবের কাছে গোপনে জানালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে র‌্যাব। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম, ১ নম্বর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সাধারণ সম্পাদক জুয়েল সরকার প্রমুখ।

গত ২৩ এপ্রিল বরিশালে র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম। ২০০৭ সালে র‌্যাব-৮ গঠিত হওয়ার পর এই প্রথম পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তা এবং একইসঙ্গে কোনো নারী কর্মকর্তা র‌্যাব-৮’র কমান্ডিং অফিসারের দায়িত্ব পেলেন। একজন নারী হিসেবে বরিশাল বিভাগের কোনো সরকারি দপ্তরের শীর্ষ পদে আতিকা ইসলাম প্রথমবারের মতো দায়িত্ব পান।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পরই তাকে সম্প্রতি প্রেষণে র‌্যাব-৮’র কমান্ডিং অফিসার নিয়োগ দেয় সরকার।

(ওএস/এএস/মে ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test