E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপসচিব পদে ১৬ কর্মকর্তার রদবদল

২০১৪ জুলাই ১৫ ১৮:১৭:৩০
উপসচিব পদে ১৬ কর্মকর্তার রদবদল

স্টাফ রিপোর্টার, ঢাকা : উপসচিব পদে ১৬ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।

আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এবং ওএসডি ফারাহ শাম্মীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব ড. মোহাম্মদ আমিনকে পরিকল্পনা কমিশনের উপসচিব, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলির আদেশাধীন উপসচিব মো. ইয়াসিন চৌধুরীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, অর্থ বিভাগের উপসচিব স্বপন কুমার ভৌমিককে পরিকল্পনা বিভাগের উপসচিব এবং গুচ্ছগ্রাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মাহবুবা ফারজানাকে অর্থ বিভাগের উপসচিব করা হয়।

অপর এক আদেশে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব এবং রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এরশাদুল হককে ঢাকা সিটি করপোরেশনের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

মিল্ক ভিটার মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিসিসি) কোম্পানি সচিব, নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেনকে নারয়ণগঞ্জ সিটি করপোরেশেনের সচিব করা হয়েছে।

ওএসডি বলাই কৃষ্ণ হাজরাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরীবীক্ষণ ইউনিটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে যশোর স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক এবং ওএসডি ফজলুল বারীকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক করা হয়েছে।

এছাড়া অন্য আরেকটি আদেশে ওএসডি মফিদুর রহমানকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করা হয়।

(ওএস/অ/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test