E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সারাবিশ্বে বাড়ছে তেলের দাম

২০১৪ জুলাই ২০ ১৫:২৫:০১
সারাবিশ্বে বাড়ছে তেলের দাম

নিউজ ডেস্ক : ইউক্রেনে ২৯৮ যাত্রী নিয়ে মালয়েশিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে। তেল ব্যবসায়ীরা বিশ্ব তেল সরবরাহে নতুন করে সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন।

এদিকে, গাজা উপত্যকায় ইসরাইলের স্থল অভিযানের সিদ্ধান্তের প্রভাবও তেলের বাজারে পড়েছে।

নিউ ইয়র্কে মার্কেন্টাইল এক্সচেঞ্জে ১ দশমিক ৯১ ডলার বা ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম দিয়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ১৯ ব্যারেলে। ১২ জুনের পর এটিই একদিনে বড় ধরনের দর বৃদ্ধি। ১২ জুন জঙ্গিরা ইরাকে হামলা চালায়।

ব্যবসায়ী জানান. বিমান ধ্বংসের খবরের পর ব্যাপকহারে তেল ক্রয়ের কার্যাদেশ আসতে থাকে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ। এক মাস ধরে ইউক্রেন ইস্যুতে চলমান রাজনৈতিক অস্থিরতায় তেলের সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একজন ব্যবসায়ী বলেছেন, ‘অনেক কল পেয়েছি, যারা তেল কিনতে চায়। তারা মনে করছেন যুক্তরাষ্ট্র এ ঘটনায় প্রতিরোধ নেবে।’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানায়, ভূমি থেকে আকাশে মিসাইল হামলা করে বিমানটি বিধ্বস্ত করা হয়েছে। তবে ইউক্রেনের সৈন্যবাহিনী না প্রো- রাশিয়ান বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

আইসিই ফিউচার এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ হবে এমন ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০৭ দশমিক ৮৯ ডলারে।

(ওএস/এটিআর/জুলাই ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test