E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যানজট নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে

২০১৪ জুলাই ২৪ ১৬:৩৩:২৬
যানজট নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : গত ১০ দিনে মহাসড়কের কোনো জায়গায় গাড়ির চাকা আটকায়নি বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।

যাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মহাসড়কের যানজট নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হচ্ছে তা অপপ্রচার। তারা যানজটের সঠিক চিত্র তুলে ধরেনি। বর্তমান পরিস্থিতিতে যানজট আগের চেয়ে অনেক কমে গেছে। নিজের চোখে দেখে বিশ্বাস করুন। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। গত ১০ দিনে মহাসড়কে কোনো গাড়ির চাকা আটকায়নি। আমরা কাজ করে যাচ্ছি। অচিরেই এর সুফল আসবে।

মন্ত্রী বলেন, বৃহস্পতিবার থেকেই চ্যালেঞ্জ শুরু হয়েছে। আগামী তিনদিন মানুষ ঢাকা ছেড়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। মানুষের নিরাপত্তার স্বার্থে সড়ক ও মহাসড়কে মনিটরিং টিম, হাইওয়ে পুলিশ, ৠাব ও পুলিশের কড়া নজরদারী রয়েছে।

ঈদের আগের ও পরের তিনদিন করে মহাসড়কে রড, সিমেন্ট, কাঠ বোঝাইসহ ভারী কোনো যানবাহন চলাচল করবে না। তবে অতি প্রয়োজনে খাদ্যদ্রব্য ও পচঁনশীল খাবারসহ জরুরি সব যানবাহন চলবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন প্রমুখ।

‘বর্তমানে যানজট অনেক কমে গেছে’

(ওএস/অ/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test