E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈদে হাসপাতালে পোলাও-গোশত খাবেন রোগীরা

২০১৪ জুলাই ২৯ ১৩:০৫:০৬
ঈদে হাসপাতালে পোলাও-গোশত খাবেন রোগীরা

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে এক হাজার ৪৩০ জন রোগী ভর্তি আছেন। জটিল রোগ থাকায় তারা এবার পরিবারের সঙ্গে ঈদ করতে পারছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেও একই অবস্থা। তবে হাসপাতাল থেকে তাদের জন্য রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।

ঈদে বেশিরভাগ চিকিৎসক, নার্স, হাসপাতালের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী ছুটিতে গেলেও রোগীদের চিকিৎসাসেবায় কোনও ধরনের অসুবিধা হবে না বলে জানিয়েছেন হাসপাতাল দুটির কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন সকালে ঢামেক হাসপাতালের রোগীদের জন্য বরাদ্ধ রয়েছে পাউরুটি, কলা, জেলী ও ডিম। দুপুরে দেয়া হবে পোলাও, গরুর গোশত, মিষ্টি ও সফট ড্রিকিংস। রাতে দেয়া হবে সাদা ভাত, মাছ, সবজি ও ডাল।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবায় কোনও ধরনের অসুবিধা হবে কি না এমন প্রশ্নের উত্তরে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মুশফিকুর রহমান বলেন, ‘আমরা আগে থেকে একটি বিশেষ রোস্টার তৈরি করে রেখেছি। প্রায় ৫৩০ জন চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারি রয়েছেন। ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেবা প্রদানে কোনও সমস্যা হবে না।’

বিএসএমএমইউ হাসপাতালের রোগীদের জন্য বিশেষ রোস্টার তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণির সব কর্মচারী থাকবেন ঈদে। হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাও করা হয়েছ।

ঈদের দিন সকালে বিএসএমএমইউ হাসপাতালের রোগীদের দেয়া হবে পাউরুটি, চিনি, কলা ও ডিম। বেলা ১১টা থেকে শুরু হবে দুপুরের খাবার দেয়ার পালা। শেষ হবে বেলা ১২টার মধ্যে। দুপুরে খাবারের তালিকায় থাকবে পোলাও, গোশত, সবজি ও ডিম। রাতের খাবারে থাকবে সাদা ভাত, রুই মাছ, সবজি ও পাতলা ডাল।

এ ব্যাপারে বিএসএমএমইউ হাসপাতালের উপ-পরিচালক ডা. মোখলেসুজ্জামান বলেন, ‘ঈদের সময় আমরা বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করব। রোস্টার অনুযায়ী হাসপাতালের জনবলের কোনও ধরনের সঙ্কট তৈরি হবে না।’

(ওএস/এটিআর/জুরাই ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test