E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হট্টগোলেই বিজিএমইএ-এর সামনে শ্রমিক সমাবেশ

২০১৪ আগস্ট ০৫ ১৩:৫৫:৩৬
হট্টগোলেই বিজিএমইএ-এর সামনে শ্রমিক সমাবেশ

স্টাফ রিপোর্টার : বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তোবা শ্রমিকদের আন্দোলন আজো অব্যাহত রয়েছে।টানা অনশনের সঙ্গে তারা আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজিএমইএ ভবনের সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে।

সংগ্রাম কমিটির ব্যানারে শতাধিক শ্রমিকের মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে পৌঁছালে প্রথমেই পুলিশ বাধার মুখে পড়ে।পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগুতে চাইলে কিছু সময়ের জন্য পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।এ সময় লাটিপেটার ঘটনাও ঘটে। পরে পুলিশের কড়া নজরদারি মধ্যেই শ্রমিকরা সমাবেশ করে।বিজিএমইএর সামনের তার দুই ঘণ্টা অবস্থান নিবে।বক্তারা বলেন, প্রয়োজনে আমরা বিজিএমইএ ভবনে সামনে আত্মাহুতি দেবে। তারা কিছুতেই দুই মাসের বেতন নিতে চাচ্ছে না।তারা একসঙ্গে তিন মাসের বকেয়া বেতন ও বোনাস চাচ্ছে।ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী আগামীকাল শ্রমিকদের দুই মাসের বেতন দেয়ার কথা রয়েছে।

গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আক্তার সমাবেশে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা না দিতে পারলে আমরা ধর্মঘট হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।

তিনি বলেন, শ্রমিকদের দাবি আদায়ের সঙ্গে যে সব সংগঠন সংশ্লিষ্ট নয়, তাদের সঙ্গে বিজিএমই ত্রিপক্ষীয় চুক্তি করেছে। যেসব দালাল এই চুক্তিতে অংশ নিয়েছে, তাদের আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গত নয় দিন ধরে বাড্ডায় কারখানা ভবনে অনশন চালিয়ে আসছেন তোবা গ্রুপের পাঁচটি কারখানার দেড় হাজারেরও বেশি শ্রমিক।

বিজিএমইএর পক্ষ থেকে বুধবার দুই মাসের বেতন দেয়ার কথা জানিয়ে অনশন ভাঙার আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শ্রমিকরা।

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সঙ্গে থাকা ১৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে বিজিএমইএ ভবন ঘেরাওয়ের জন্য কারওয়ানবাজার এলাকায় জড়ো হতে থাকেন। তোবা গ্রুপের শ্রমিকরাও তাদের সঙ্গে ছিলেন।

এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই বিজিএমইএ ভবন এলাকায় ব্যাপক নিরাপত্তা নেয়া হয়।

পুলিমের রমনা জোনের এসি (পেট্রোল) ইমানুল হক বলেন, "কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্যই এই সতর্কতা।”

আগের দিন তিন মাসের বকেয়া বেতন বোনাসের দাবিতে অনশনরত তোবা গ্রুপের শ্রমিকেরা দাবি আদায়ে প্রয়োজনে আত্মাহুতির হুমকি দেয়।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনশনে যোগ দেয় ৩০টি শ্রমিক সংগঠন। দিনভর অনশন পালন শেষে বিকাল পাঁচটায় সংবাদ সম্মেলন করে এ হুমকি দেয় তারা।

বক্তারা অভিযোগ করেন, বিজিএমইএ চাইলেই সংগঠনের কল্যাণ তহবিল থেকে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারত। সরকারও চাইলে শ্রমিককল্যাণ তহবিল থেকে এ অর্থ দিতে পারত। কিন্তু দুই পক্ষের কারোরই সদিচ্ছা ছিল না। তারা তোবা গ্রুপের মালিক দেলোয়ারকে কারাগার থেকে বের করে আনতে শ্রমিকদের জিম্মি করেছে।

বিজিএমই ভবনের সামনে পুলিশ মোতয়েন

(ওএস/এটিআর/আগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test