E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যবসায়িক কারণে কিটের অনুমোদন দেয়া হয়নি : জাফরুল্লাহ

২০২০ সেপ্টেম্বর ২২ ১৯:১০:৪০
ব্যবসায়িক কারণে কিটের অনুমোদন দেয়া হয়নি : জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার গণস্বাস্থ্যের কিট অনুমোদন না দিয়ে তা আমদানির অনুমোদন দিয়েছে। এটা ব্যবসায়িক উদ্দেশ্যে। এ সরকার ব্যবসায়িক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালের সামনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র।

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ কয়েকশ মানুষ একযোগে ১ মিনিট করতালির মাধ্যমে করোনায় সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধা জানায়। সারাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ৩০টি কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা ও ওষুধ নীতির প্রবক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে, কিন্তু সরকার অনুমোদন দেয়নি। আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন দেয়নি। এখন বিদেশ থেকে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আমি মনে করি, এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়িক। গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না। তবে সরকার যদি নিজে অনুমোদন দেয়, কিট সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, সরকার এখনো ভুল নীতিতে চলছে। তারা সময়মতো করোনাভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি।

এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। এ সরকার যা ইচ্ছে তাই করছে। ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য সরকারের যথেষ্ট সাহায্য সহযোগিতা থাকা উচিত।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test