E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন রীভা গাঙ্গুলী

২০২০ সেপ্টেম্বর ২৭ ২৩:৪৮:৩২
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন রীভা গাঙ্গুলী

স্টাফ রিপোর্টার : বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, সাক্ষাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক, রেল, নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধির ফলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যেও কলকাতা থেকে পরীক্ষামূলকভাবে নৌপথে পণ্য পরিবহনের যে উদ্যোগ নেয়া হয়েছে তার প্রশংসা করেন রাষ্ট্রপতি। করোনাকালে বিভিন্ন স্বাস্থ্য ও মানবিক সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান তিনি।

ভবিষ্যতে দু’দেশ বহুমাত্রিক যোগাযোগ সম্প্রসারিত করবে এবং সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। দুই দেশের সুসম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ভারত-বাংলাদেশ নিকটতম প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে যার যাত্রা শুরু, বর্তমানে তা অনন্য উচ্চতায় পৌঁছেছে।

বিদায়ী হাই কমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দেয়। করোনাকালে বাংলাদেশের সঙ্গে নৌ ও রেলপথে পণ্য পরিবহনে নতুন দিগন্তের সূচনা হয়েছে, যা বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রীভা গাঙ্গুলী দাস। দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান বিদায়ী হাই কমিশনার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৭, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test