E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা

২০২১ জানুয়ারি ১৫ ১৮:২৬:২৭
তার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বাধ্যতামূলক করোনাভাইরাসের সনদ, তবে এই সনদ ছাড়াই তিন যাত্রীকে নিয়ে আসে তার্কিশ এয়ারলাইন্স। এই অপরাধে এয়ারলাইন্সটিকে তিন লাখ টাকা জরিমানা করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কতৃর্পক্ষ।

জানা যায়, গত ১৩ জানুয়ারি দুপুরে ইস্তাম্বুল থেকে তার্কিশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছায়, সেখানে তিন যাত্রীর সাথে কোভিড পরীক্ষার কোন সনদ ছিল না। যাত্রীরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌঁছান। ঐ তিন যাত্রী যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করার আগে একজন ডাক্তারের কাছ থেকে চেকআপ করিয়ে এই মর্মে সনদ নেন যে, কোভিডের কোনো লক্ষণ তাদের নেই। কিন্তু কোভিড সনাক্তকরণের জন্য নির্ধারিত পিসিআর টেস্ট তারা কেউ করাননি।

পিসিআর টেস্ট রিপোর্ট ছাড়া কোনো যাত্রীকে ফ্লাইটে উঠালে ওই ফ্লাইট ঢাকায় পৌঁছার পর জরিমানা গুণতে হবে। এটা জেনেই তারা ঐদিন ইস্তাম্বুলে ঢাকা যেতে ইচ্ছুক দশজন যাত্রীর সাথে কোভিড পরীক্ষার সনদ না থাকায় তাদের অফলোড করে দিয়েছিল বলে জানায়। এরপরেও চেকইনের দায়িত্বে থাকা ব্যক্তিবিশেষের ভুলে যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করা তিন যাত্রী ঢাকায় চলে আসেন।

কোভিড নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন ও মেয়াদোত্তীর্ণ সনদ আনা ও কোভিড পজিটিভ যাত্রী নিয়ে আসার দায়ে এ পর্যন্ত ১৬ টি এয়ারলাইন্সকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কতৃর্পক্ষ।

(ওএস/অ/জানুয়ারি ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test