E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্বাস্থ্যবিধি মে‌নে খোলা থাক‌বে সাব-রেজিস্ট্রি অ‌ফিস 

২০২১ মে ১৭ ১২:৫৯:২৮
স্বাস্থ্যবিধি মে‌নে খোলা থাক‌বে সাব-রেজিস্ট্রি অ‌ফিস 

আ‌তিকুর রহমান দর্জী : করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে সরকা‌রি রাজস্ব আদায়কা‌রি দপ্তর হিসা‌বে নিবন্ধন অ‌ধিদপ্ত‌রের আওতাধীন জেলা রে‌জিস্টার অফিস ও সাব রে‌জিস্টার অফিস পরবর্তী নি‌র্দেশ না দেয়া পর্যন্ত খোলা থাক‌বে ! এসময় মন্ত্রী প‌রিষদ বিভাগ কর্তৃক জা‌রিকৃত স্মারকের বি‌ধি নি‌ষেধ অনুযায়ী উক্ত অ‌ফিস সমু‌হে স্বাভা‌বিক কাজকর্ম প‌রিচা‌লিত হ‌বে । 

গণ প্রজাতন্ত্রীবাংলা‌দেশ সরকার কর্তৃক ই‌তোপূ‌র্বে জা‌রিকৃত স্বাস্থ্য বি‌ধি সমূহ এক্ষেত্রে অবশ্যই মানতে হবে অবশ্যই সামা‌জিক ও শারী‌রিক দূরত্ব বজায় রাখ‌তে হ‌বে । `নো মাস্ক নো সা‌র্ভিস` এই নী‌তি প‌রিপালন ক‌রে সেবা সমূহ প্রদান কর‌তে হ‌বে !

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, ১৭/৫/২০২১ তা‌রিখ হ‌তে পরবর্তী নি‌র্দেশ না দেয়া পর্যন্ত জেলা রে‌জিস্টার অ‌ফিস ও সাব রে‌জিস্টার অ‌ফিস সমূ‌হে স্বাভা‌বিক কাজকর্ম চল‌বে ।

এর আ‌গে 'বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপস‌চিব জনাব মো:রেজাউল ইসলাম কর্তৃক ১৬/৫/২০২১ তা‌রিখ ইস্যুকৃত স্মারক অনুযায়ী সরকা‌রের রাজস্ব আদা‌য়ে সম্পৃক্ত সকল দপ্তর ও সংস্থা
সমূহ জরু‌রি প‌রি‌সেবার আওতাভূক্ত হ‌বে ।

ঢাকা জেলা রে‌জিস্টার সা‌বিকুন নাহার উত্তরা‌ধিকার ৭১ নিউজ‌কে ব‌লেন, সরকার নি‌র্দে‌শিত স্বাস্থ্যবিধি পালনপূর্বক ও সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রেখে দ‌লিল নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের নি‌র্দেশনা দেয়া হ‌য়ে‌ছে । `নো মাস্ক, নো সা‌র্ভিস` নী‌তি‌ প্র‌তি‌টি সাব‌রে‌জি‌স্ট্রি অ‌ফি‌সে ক‌ঠোর ভা‌বে পালন করা হ‌বে ।

(ওএস/এসপি/মে ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test