E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমরা কঠিন সময়ে ঈদ উদযাপন করছি : আইনমন্ত্রী

২০২১ জুলাই ২১ ১৬:৫৮:২৭
আমরা কঠিন সময়ে ঈদ উদযাপন করছি : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা উদযাপনের অনুরোধ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (২১ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি এই অনুরোধ জানান।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা এমন এক কঠিন সময় পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি, যখন দেশে কোভিড-১৯-এর সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক। বাংলাদেশের প্রায় ১৮ হাজার মানুষ ইতোমধ্যে করোনায় মারা গেছেন। আজকের এই পবিত্র দিনে আমি সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন করোনা মহামারি থেকে মুক্তি দিয়ে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তৌফিক দান করেন।’

শুভেচ্ছা বার্তায় আইনমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় কোভিড-১৯-এর টিকা দানসহ চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। এছাড়া দফায় দফায় লকডাউন ঘোষণা, দরিদ্র-অসহায় ও কর্মহীন মানুষের মাঝে অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।’

এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা উদযাপনের অনুরোধ জানান। মন্ত্রী বলেন, ‘যাতে কোনো অসতর্কতায় আপনি নিজে কিংবা পরিবারের কোনো সদস্য এ রোগে নতুন করে সংক্রমিত না হয়। এ বিষয়ে সজাগ থাকবেন।’

(ওএস/এসপি/জুলাই ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test