E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা হলো ঈদগাঁও-ডাসার-মধ্যনগর

২০২১ জুলাই ২৬ ১৫:৩৮:৫১
উপজেলা হলো ঈদগাঁও-ডাসার-মধ্যনগর

স্টাফ রিপোর্টার : দেশে আরও তিনটি নতুন উপজেলা করা হয়েছে। স্বীকৃতি পাওয়া নতুন তিনটি উপজেলা হলো—কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) উপজেলা তিনটির স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। একইসঙ্গে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শান্তিগঞ্জ’।

সোমবার (২৬ জুলাই) নিকার সভা হয়। সচিবালয়ের অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এদিকে, আরও তিনটি নতুন উপজেলা যুক্ত হওয়ায় দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৫টি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঈদগাঁও, ডাসার এবং মধ্যনগর আগে থানা ছিল। উপজেলা হতে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তিনটি থানায় পুরোপুরি পূরণ করে না। কিন্তু তিনটিই রিমোট (দুর্গম) এরিয়া। এ জন্য নিকার অনুমোদন করেছে। একইসঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে- এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করলে, যাতে এমন প্রস্তাব না আনা হয়।’

(ওএস/এসপি/জুলাই ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test