E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাইফ পাওয়ার টেক পাকিস্তানের গোপন সংস্থার সঙ্গে যুক্ত: মহিউদ্দিন

২০১৪ সেপ্টেম্বর ০৭ ১৫:০৮:৪১
সাইফ পাওয়ার টেক পাকিস্তানের গোপন সংস্থার সঙ্গে যুক্ত: মহিউদ্দিন

চট্টগ্রাম প্রতিনিধি : সাইফ পাওয়ার টেক পাকিস্তানের গোপন সংস্থার সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর ভবনের সামনের ফুটপাথে সামিয়ানা টাঙিয়ে অনশনকালে তিনি এ মন্তব্য করেন।

মাফিয়াদের কবল থেকে চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে দিনভর অনশন শুরু করেছে চট্টগ্রামের এই সাবেক মেয়র।

সিসিটি ও এনসিটি পরিচালনার ক্ষেত্রে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের বিরোধিতায় দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন মহিউদ্দিন।

অনশন কর্মসূচিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, সাইফ পাওয়ার টেক পাকিস্তানের গোপন সংস্থার সঙ্গে যুক্ত। তার প্রতিষ্ঠানে পাকিস্তানের লোকেরা কাজ করে। তাদের নিয়েই তারা বন্দরের কার্যক্রম পরিচালনা করে।

অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদের সাদারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, বন্দর রক্ষা পরিষদের সদস্য সচিব আবদুল আহাদ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সদস্য অমল মিত্র, আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ।

বিকাল পাঁচটা পর্যন্ত চলবে বলে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ জানিয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test