E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে প্রতীক বরা

২০১৪ সেপ্টেম্বর ০৮ ১২:০২:৩৪
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে প্রতীক বরা

ফেনী প্রতিনিধি : ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক সোমবার সকাল ১০টার দিকে এ প্রতীক বরাদ্দ দেন।

যারা প্রতীক পেয়েছেন তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম (দোয়াত কলাম), জেলা তাঁতী দলের নেতা ও একরাম হত্যা মামলার অন্যতম আসামি মাহতাব উদ্দিন চৌধুরী মিনার (আনারস) এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম (কাপ পিরিচ)।

এর আগে ৩১ আগস্ট ফুলগাজী উপজেলার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রবিবার জেলা আওয়ামী লীগের সদস্য নেতা শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মজিবুল হক, হারুন মজুমদার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার বাচ্চু ও জাসাসের উপজেলা সভাপতি গোলাম রসুল মজুমদার মনোয়নপত্র প্রত্যাহার করে নেন।

এর আগে ঋণ খেলাপির দায়ে ছেরাজল হক নামে অপর একজনের মনোনয়নপত্র বাতিল হয়।

প্রসঙ্গত, ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। একরাম হত্যার পর নির্বাচন কমিশন এ পদটি শূন্য ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test