E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে জেলে সম্প্রদায়ের বাড়িতে হামলা আগুন লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

২০২১ অক্টোবর ২১ ১৪:৪৩:১৫
পীরগঞ্জে জেলে সম্প্রদায়ের বাড়িতে হামলা আগুন লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন ১৩নং রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর (মাঝিপাড়া) গ্রামে হিন্দু জেলে সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, আগুন, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতির বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার বলেন, “এদেশের মৎস্যজীবী জেলে সম্প্রদায় বরাবরই নির্যাতিত নিপীড়িত। কখনো সাম্প্রদায়িকতার নামে, কখনো আইন প্রয়োগের নামে, কখনো মিথ্যা—বানোয়াট অভিযোগে বারংবার জেলে সম্প্রদায়ের উপর হামলা—মামলা—নির্যাতন—নিপীড়ন চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় রংপুরে এই ন্যাক্কার জনক হামলা চালানো হয়েছে।”

তিনি বলেন, “সরকারের কাছে আমরা আহ্বান জানানো অবিলম্বে রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে জেলেদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পীরগঞ্জে হামলার ঘটনার যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পুনবার্সনের ব্যবস্থা করতে হবে।”

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সহ—সভাপতি ওমর ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল হক, কোষাধ্যক্ষ আনন্দ চন্দ্র বর্মণ, যুগ্ম সম্পাদক রুবেল বাদশা, সদস্য মাসুদার রহমান প্রমুখ।

(পিআর/এসপি/অক্টোবর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test