E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’

২০২১ নভেম্বর ০১ ১৭:১৯:৪১
‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’

রাজন্য রুহানি, জামালপুর : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, 'আমরা যতই প্রকল্প করি না কেনো, যদি বালু উত্তোলন বন্ধ করা না যায় তবে লোহার বাঁধেও কাজ হবে না।'

সোমবার (১ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুরে কুলকান্দি হার্ডপয়েন্টে বাঁধের ভাঙন অংশ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, মহিলা এমপি হোসনে আরা, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা,পানি উন্নয়ন বোর্ডের মহা সচিব ফজলুর রশিদ প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, 'পানি উন্নয়ন বোর্ডের কাজে একটু ধৈর্য ধরতে হয় এক বছর ফিজিবিটি স্ট্যাডি করতে হয়, কারণ শুষ্ক মৌসুম ও মনসেন দুইটাই দেখতে হয় টেকসই বিষয়ে'।

জানা গেছে, ৯০ কোটি টাকার ব্যয়ে যমুনার ভাঙন প্রতিরোধে ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের আড়াই হাজার মিটার বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটির কাজ ২০২০ সালের জুন মাসে শেষ হয়। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে ইসলামপুরের কুলকান্দি এলাকায় যমুনার তীররক্ষা প্রকল্পের ৯০ মিটার বাঁধ ধসে যায়।

(আরআর/এএস/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test